বাংলাদেশে ফি কমিয়েছে নেটফ্লিক্স

বাংলাদেশে ফি কমিয়েছে নেটফ্লিক্স
ছবি: সংগৃহীত

ভিডিও স্ট্রিমিং মার্কেটে আন্তর্জাতিক প্রতিযোগিতা বৃদ্ধির কারণে বাংলাদেশসহ ১০০টিরও বেশি দেশে সাবস্ক্রিপশন ফি কমিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।

গ্রাহক সংখ্যা বৃদ্ধি ও তাদের ধরে রাখার প্রয়াস থেকেই খরচ কমিয়েছে ওটিটি প্ল্যাটফর্মটি।

এশিয়া, ল্যাতিন আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকাজুড়ে গ্রাহক ফি কমানো হয়েছে। তবে নেটফ্লিক্স তার সবচেয়ে বড় দুটি বাজার উত্তর আমেরিকা এবং পশ্চিম ইউরোপে দাম বাড়াচ্ছে না।

ইতোমধ্যে নেটফ্লিক্স অনিবন্ধিত পাসওয়ার্ড-শেয়ারিং অ্যাকাউন্টগুলোকে পেইড গ্রাহকে পরিণত করতে চলতি বছর পেইড শেয়ারিং প্রোগ্রাম চালু করেছে। 

নেটফ্লিক্সের পরিষেবার শর্ত অনুসারে ব্যবহারকারীরা শুধু পরিবারের সদস্যদের সঙ্গে তাদের অ্যাকাউন্ট শেয়ার করতে পারেন।

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

BB buys $313m more from 22 banks

Bangladesh Bank purchased another $313 million from 22 commercial banks in an auction yesterday, reacting to the sharp drop in the US dollar rate.

7h ago