স্ট্রিমিং প্লাটফর্মগুলোতে একসঙ্গে কনটেন্ট খুঁজবেন যেভাবে

নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হুলু, ডিজনি প্লাস ও দেশীয় চরকির মতো স্ট্রিমিং প্লাটফর্মগুলো আজকাল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকসময় বন্ধুদের থেকে শোনা কোনো ক্লাসিক শো হোক অথবা আপনার প্রিয় কোনো সিনেমা কিংবা টেলিভিশন সিরিজ—সেগুলো স্ট্রিমিং হচ্ছে কিনা, হলেও কোন প্লাটফর্মে সেগুলো রয়েছে তা খোঁজার প্রয়োজন পড়তে পারে।

আর কনটেন্ট খোঁজার জন্য একাধিক স্ট্রিমিং প্লাটফর্মে আলাদা আলাদাভাবে ঘুরে বেড়ানো বেশ ঝামেলার এবং সময় সাপেক্ষ কাজ। এই ঝামেলা থেকে মুক্তি পেতে, কিছু অ্যাপসের সাহায্যে একই সঙ্গে সব স্ট্রিমিং প্লাটফর্মগুলোয় আপনি প্রয়োজনীয় কনটেন্ট খুঁজতে পারেন। এতে পরিশ্রম এবং সময় দুটিই বাঁচাবে।

আজকের আলোচনায় আমরা বিনামূল্যের এবং ফ্রিমিয়াম অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে শুধুমাত্র বিনামূল্যের সংস্করণগুলো সম্পর্কে দেখবো। এই অ্যাপগুলো আপনার কাঙ্ক্ষিত শো খুঁজে পেতে সাহায্য করবে। এছাড়া কিছু অ্যাপের মাধ্যমে সিনেমা বা শো-এর পছন্দমতো তালিকাও তৈরি করা যায়।

জাস্টওয়াচ

একই সঙ্গে সব স্ট্রিমিং সার্ভিসে অনুসন্ধানের সার্চ ইঞ্জিন হল জাস্টওয়াচ। এখানে আপনি শো-এর ধরন, প্রকাশের তারিখ বা রেটিং অনুযায়ী আপনার ফলাফলগুলো আলাদাভাবে বের করতে পারবেন। এটি বেশিরভাগ জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম, টেলিভিশন নেটওয়ার্কে সার্চ করে ফলাফল হাজির করতে সক্ষম।

অন্যান্য বৈশিষ্ট্য:

• আপনার সকল স্ট্রিমিং সার্ভিসগুলোর রিকোমেন্ডেশন এবং ট্রেন্ডিং প্রোগ্রামগুলো এখানে পাবেন।

• একটি সমন্বিত ওয়াচ লিস্ট তৈরি করতে পারবেন।

• আপনার স্মার্ট টিভি বা স্ট্রিমিং বক্সে কোনো শো বা প্রোগ্রাম চালানোর জন্য অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

• কোনো খেলা স্ট্রিমিং হলে তা খুঁজে বের করতে পারবেন।

• কোনো প্লাটফর্মে কোনো শো বিনামূল্যে পাওয়া গেলে তার জন্য সংকেত পাবেন।

রিলগুড

রিলগুডেও রয়েছে একটি মাল্টি-প্লাটফর্ম সার্চ ইঞ্জিনের সুবিধা। এখানে আপনি অভিনেতা-অভিনেত্রী কিংবা শো-এর ক্রু দিয়েও অনুসন্ধান করতে পারবেন। কোনো সিনেমার শিরোনামের বানান ভুল করলেও এটি তা নিজে থেকে শুধরে নিয়ে সার্চ রেজাল্ট দেখাবে।

অন্যান্য বৈশিষ্ট্য:

• টিভিতে কোনো প্রোগ্রাম চালানোর জন্য অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

• এখানে ব্যক্তিগতকৃত রিকোমেন্ডেশনের পাশাপাশি নতুন বা প্লাটফর্ম ছেড়ে যাওয়া শো এর আপডেট পাবেন। আপনি যে স্ট্রিমিং সার্ভিসগুলো ব্যবহার করে থাকেন, সেগুলো এই অ্যাপে ইনপুট করে নিতে পারবেন।

• আপনার পছন্দমত ইমেল এবং পুশ নোটিফিকেশন নির্ধারণ করতে পারবেন।

• আপনি দেখেন এমন কোনো সিরিজের অন্য সিজন কখন আসবে তা ট্র্যাক করতে পারবেন।

• সমন্বিত ওয়াচ লিস্টের সুবিধা।

• রয়েছে সোশ্যাল 'সার্চ পার্টি' ফাংশন।

টিভি গাইড

ঐতিহ্যবাহী টিভি গাইড ম্যাগাজিনের বর্তমানে একটি মাল্টি-প্লাটফর্ম সার্চ ইঞ্জিনসহ অ্যাপ আছে। তবে অ্যাপটি অন্যান্য অ্যাপের তুলনায় কিছুটা ধীরগতির। এছাড়া এখানে সময়ে সময়ে বিজ্ঞাপন দেখানো হয়, যা বিরক্তির কারণ হতে পারে।

অন্যান্য বৈশিষ্ট্য:

• এখানের ক্রস-চ্যানেল মেনুতে নতুন, ট্রেন্ডিং এবং প্লাটফর্ম ছেড়ে চলে যাচ্ছে এরকম কন্টেন্ট খুঁজে পাবেন।

• লাইভ টিভির তালিকা পাবেন।

• এখানেও রয়েছে সমন্বিত ওয়াচ লিস্ট।

• টিভি, ফিল্ম এবং বিনোদন জগতের সংবাদ পাবেন।

• একটি শো সম্পর্কে বাড়তি তথ্য পাবেন এখানে। যেমন: অভিনেতা-অভিনেত্রী সম্পর্কে, শো-এর ক্রু সম্পর্কিত, ছোট ছোট ভিডিও ক্লিপ, শো-এর ধরন, মেটাস্কোর, ইত্যাদি তথ্য।

ইডিও

ইডিও-এর মাধ্যমে আপনি শো এর ধরন, প্রকাশের তারিখ কিংবা স্ট্রিমিং সার্ভিস অনুসারে আপনার অনুসন্ধানের ফলাফলগুলো আলাদা করতে পারবেন। যদিও উল্লিখিত সকল অ্যাপ-ই ফ্রিমিয়াম অ্যাপ। সেখানে ইডিও-এর ক্ষেত্রে এর বিনামূল্যের সংস্করণটির কার্যক্রম বেশ সীমিত। ইডিও-এর বিনামূল্যের সংস্করণটি কোনো শো দেখার জন্য কোন স্ট্রিমিং সার্ভিস ব্যবহার করতে হবে তা দেখায় না।

অন্যান্য বৈশিষ্ট্য:

• আপনার পছন্দমত ইমেইল এবং পুশ নোটিফিকেশন নির্ধারণের সুবিধা।

• সমন্বিত ওয়াচ লিস্টের পাশাপাশি এখানে পাবেন আইএমডিবি রেটিং।

ওয়াচওর্দি

ওয়াচওর্দি-এর সার্চ ইঞ্জিনটি মূলত টেলিভিশন শো ভিত্তিক। তাই আপনি যদি এখানে কোনো সিনেমা খুঁজতে যান তাহলে হতাশ হতে পারেন। তবে আপনি যদি আপনার অনুসন্ধানের সঙ্গে সঙ্গে রিকোমেন্ডেশন পছন্দ করে থাকেন তাহলে ওয়াচওর্দি-এর রেটিং পদ্ধতিটি কাজে লাগতে পারে।

শুধুমাত্র টিভি শো অনুসন্ধান এবং এর রিকোমেন্ডেশন সিস্টেমটি যদি আপনার পছন্দ হয় তাহলে এটি আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে।

অন্যান্য বৈশিষ্ট্য:

• স্ট্রিমিং প্লাটফর্মগুলো নির্বাচন করলে আপনি এখানে ব্যক্তিগতকৃত রিকোমেন্ডেশন পাবেন। এছাড়া ইতিমধ্যেই দেখেছেন এমন শো-গুলোকে রেটিং দিতে পারবেন।

• এখানেও আপনি আপনার পছন্দমত ইমেল এবং পুশ নোটিফিকেশন নির্ধারণ করতে পারবেন।

• ওয়াচওর্দি-এর রেটিং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারিং-এর সুবিধা রয়েছে।

টিভি টাইম

টিভি টাইম প্রধান প্রধান স্ট্রিমিং চ্যানেল, কিছু বিশেষ ধরনের স্ট্রিমিং সার্ভিস এবং লাইব্রেরি-ভিত্তিক প্লাটফর্মগুলোকেও এর সার্চে অন্তর্ভুক্ত করে৷

অন্যান্য বৈশিষ্ট্য:

• পছন্দমত ইমেল এবং পুশ নোটিফিকেশন নির্ধারণের সুবিধা।

• আপনার দেখা কোনো শো-এর নতুন সিজন আসলে পুশ নোটিফকেশন পাওয়ার সুবিধা।

• আরও রিকোমেন্ডেশন পেতে, স্টার লেভেল এবং ইমোজি সহ রিভিউ দিতে পারবেন।

• রয়েছে সমন্বিত ওয়াচ লিস্ট।

আইএমডিবি

আইএমডিবি প্রায় ওয়েবের মতোই পুরনো। কোনো না কোনো সময় আমরা সবাই-ই হয়তো এটি ব্যবহার করেছি। হতে পারে কোনো একজন অভিনেতার সম্পর্কে বিস্তারিত জানতে আপনি এটি ব্যবহার করেছেন। আবার হতে পারে আপনি কোনো সিনেমা দেখলেন তারপর এর সম্পর্কে আরও জানার জন্য আপনি আইএমডিবির দ্বারস্থ হয়েছেন।

অন্যান্য বৈশিষ্ট্য:

• প্রায় সকল সিনেমা বা শো-এর অভিনেতা-অভিনেত্রীদের পরিচয়, শো-এর ক্রু-দের বিবরণ, পর্বের বিবরণী এবং আরও অনেক কিছু সম্পর্কে তথ্য পাবেন এখানে।

• আইএমডিবি অ্যাপে পাবেন সমন্বিত ওয়াচ লিস্টের সুবিধা।

অন্যান্য কিছু উপায়

আপনার প্রিয় সার্চ ইঞ্জিন

আপনি সকল স্ট্রিমিং সার্ভিসগুলোয় অনুসন্ধানের জন্য গুগলের মতো সার্চ ইঞ্জিনগুলোও ব্যবহার করতে পারেন। আপনি যে শো-টি খুঁজছেন তার নাম লিখুন। তারপর উদ্ধৃতি চিহ্নের ভিতর 'স্ট্রিমিং' কিংবা 'ওয়াচ অনলাইন' লিখে সার্চ করুন।

আপনার স্ট্রিমিং ডিভাইস বা সেটআপ বক্স

আপনি যদি রকু, অ্যাপল টিভি বা অ্যামাজন ফায়ার টিভি-এর মতো ডিভাইসের মাধ্যমে স্ট্রিম করে থাকেন। তাহলে আপনি ডিভাইসের বিল্ট-ইন সার্চ কিংবা সেগুলোর মোবাইল অ্যাপের মাধ্যমে একসঙ্গে একাধিক স্ট্রিমিং চ্যানেলে অনুসন্ধান করতে পারেন।

কোন অ্যাপ/পদ্ধতি নির্বাচন করবেন?

প্রায় প্রতিটি অ্যাপ একাধিক স্ট্রিমিং সার্ভিসে অনুসন্ধান করে থাকে। যদিও বেশিরভাগই নেটফ্লিক্স, হুলু এবং অ্যামাজন প্রাইম ভিডিওর মতো বড় বড় প্লাটফর্মগুলোতে বেশি ফোকাস করে।

জাস্টওয়াচ, রিলগুড এবং টিভি টাইম প্রত্যেকটিই প্রায় প্রতিটি শো খুঁজে পেতে সক্ষম। পাশাপাশি এরা একটি সমন্বিত ওয়াচ লিস্ট এবং আপনার পছন্দের স্ট্রিমিং সার্ভিসে কোনো শো আসলে সে সম্পর্কে নোটিফিকেশন দেওয়ার কাজটি করে। আপনার স্ট্রিমিং সার্ভিসগুলো যেন একই জায়গা থেকে পরিচালনা করতে পারেন সেজন্য এই অ্যাপগুলো একটি অল-ইন-ওয়ান সিস্টেম হয়ে উঠার জন্য পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করছে।

তথ্যসূত্র:

এমইউও

https://tinyurl.com/u7s86bbt

Comments

The Daily Star  | English
Anti-Discrimination Students Movement

Students to launch a party by next Feb

Student leaders who spearheaded the July-August mass uprising are planning to launch a political party by early February 2025 and contest the next general election.

8h ago