নিউজিল্যান্ডের সংবাদের জন্য অর্থ গুনতে হবে ফেসবুক ও গুগলকে

নিউজিল্যান্ডের সংবাদের জন্য অর্থ গুনতে হবে ফেসবুক ও গুগলকে
ছবি: রয়টার্স

নিউজিল্যান্ড সরকার জানিয়েছে, গুগলের আলফাবেট ইনকরপোরেশন ও ফেসবুকের মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেশনের মতো বড় অনলাইন ডিজিটাল কোম্পানিগুলোকে তাদের নিউজ ফিডে নিউজিল্যান্ডের গণমাধ্যমের সংবাদ প্রচার করলে তার জন্য অর্থ প্রদান করতে হবে। এ জন্য একটি আইনও প্রবর্তন করতে যাচ্ছে দেশটি।

নিউজিল্যান্ডের সম্প্রচার বিষয়ক মন্ত্রী উইলি জ্যাকসন গতকাল রোববার এক বিবৃতিতে জানিয়েছেন, আইনটি অস্ট্রেলিয়া এবং কানাডার অনুরূপ আইনের আদলে তৈরি করা হবে। 

এ ছাড়া তিনি আশা করছেন, আইনটি বড় বড় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ভূমিকা রাখবে। 

জ্যাকসন বলেন, 'অধিকাংশ বিজ্ঞাপন এসব বড় বড় অনলাইন প্ল্যাটফর্মের কাছে চলে যাওয়া নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম, বিশেষ করে ছোট আকারের আঞ্চলিক সংবাদপত্রগুলোকে আর্থিকভাবে টিকে থাকার জন্য সংগ্রাম করতে হচ্ছে।'

নতুন আইনটি নিয়ে সংসদে ভোটাভুটির আয়োজন করা হবে। যেখানে ক্ষমতাসীন লেবার পার্টির সংখ্যাগরিষ্ঠ সদস্যরা এটা পাস করবেন বলে আশা করা হচ্ছে।
 

Comments

The Daily Star  | English

Mohakhali blockade halts Dhaka's rail link

Students of Titumir College waged protest to press home their demand for upgradation of their institution as a university

48m ago