গুগল সার্চে কার্যকর ও নির্ভুল ফলাফল পাওয়ার উপায়

ছবি: গুগল

আজকের দিনে যেকোনো ধরনের তথ্য কিংবা ছবি খুঁজে পাওয়ার সবচেয়ে জনপ্রিয় উপায় হলো সার্চ ইঞ্জিন গুগলে সেটার হদিস জানার চেষ্টা করা। তবে গুগলে সাধারণভাবে কিছু সার্চ দিলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার সম্ভাবনা কমে আসে। এ কারণে আরও কার্যকর ও নির্ভুল ফলাফল পেতে কয়েকটি সাধারণ কৌশল অবলম্বন করা যায়—

  • নির্দিষ্ট বাক্যাংশ খুঁজতে কোটেশন মার্কস ব্যবহার করা

আপনি যদি নির্দিষ্ট একটি বাক্যাংশ খুঁজতে চান, তাহলে কোটেশন মার্কস (" ") ব্যবহার করুন। উদাহরণস্বরূপ, "বাংলা সাহিত্য" লিখে সার্চ করলে আপনি শুধু সেইসব ফলাফল পাবেন যেখানে এই দুটি শব্দ একসঙ্গে আছে।

  • নির্দিষ্ট ওয়েবসাইট থেকে তথ্য খুঁজতে সাইট অপারেটর ব্যবহার

কোনও নির্দিষ্ট ওয়েবসাইট থেকে তথ্য খুঁজতে হলে 'site:' অপারেটর ব্যবহার করুন। যেমন- যদি আপনি thedailystar.net সাইট থেকে 'political news' খুঁজতে চান, তাহলে লিখুন site:thedailystar.net political news।

যদি আপনি bangla.thedailystar.net সাইট থেকে 'অর্থনীতির খবর' খুঁজতে চান, তাহলে লিখুন site:bangla.thedailystar.net অর্থনীতির খবর।

  • নির্দিষ্ট শব্দ বাদ দিতে মাইনাস অপারেটর ব্যবহার

আপনি যদি কোনো সার্চ রেজাল্ট থেকে একটি নির্দিষ্ট শব্দ বাদ দিতে চান, তাহলে মাইনাস (-) অপারেটর ব্যবহার করুন। ধরা যাক, আপনি 'খাবারের রেসিপি' খুঁজতে চান কিন্তু 'মাংস' সম্পর্কিত ফলাফল বাদ দিতে চান। তাহলে লিখুন খাবার রেসিপি -মাংস।

  • একাধিক বিকল্পের জন্য OR ব্যবহার

যদি আপনি একাধিক বিকল্প নিয়ে খোঁজ করতে চান, তবে OR (বড় হাতের) অপারেটর ব্যবহার করুন। উদাহরণস্বরূপ, ফল বাজার OR সবজি বাজার লিখলে আপনি উভয়ের ফলাফল পেতে পারেন।

  • নির্দিষ্ট ফাইল ফরম্যাট খুঁজতে ব্যবহার করুন ফাইলটাইপ

গুগল সার্চে নির্দিষ্ট ফাইল ফরম্যাট খুঁজতে filetype: অপারেটর ব্যবহার করুন। যেমন- আপনি যদি 'বাংলাদেশের আইন' সম্পর্কিত PDF ফাইল খুঁজতে চান, তাহলে লিখুন বাংলাদেশের আইন filetype:pdf।

  • ওয়াইল্ডকার্ড (*) ব্যবহার করে যেকোনো শব্দ বা বাক্যাংশ খুঁজুন

গুগল সার্চে ওয়াইল্ডকার্ড (*) ব্যবহার করে আপনি যেকোনো শব্দ বা বাক্যাংশ বদল করতে পারেন। উদাহরণ হিসেবে বলা যায়, best * in Dhaka লিখলে আপনি 'best restaurants in Dhaka', 'best hotels in Dhaka' ইত্যাদি সম্পর্কিত ফলাফল পেতে পারেন।

  • বেছে নিন টাইমফ্রেম

গুগল সার্চে নির্দিষ্ট টাইমফ্রেমে প্রকাশিত ফলাফল দেখতে চাইলে, সার্চ বারে লিখুন আপনার কি-ওয়ার্ড এবং এরপর টাইমফ্রেম সেট করুন। যদি আপনি গত মাসের 'ঢাকার আবহাওয়া' সম্পর্কিত ফলাফল খুঁজতে চান, তাহলে সার্চের পরে "Past month" টাইম ফ্রেম সিলেক্ট করুন।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

9h ago