এই নিয়ে পাঁচ ম্যাচের সবকটিতে জিতল নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর। অন্যদিকে, থিসারা পেরেরার নেতৃত্বাধীন ঢাকা চার ম্যাচ খেলে এখনও জয়হীন।
চার ম্যাচের সবকটিতে জিতে জয়রথে থাকা রংপুর রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে।