পদোন্নতি নিয়ে ডিসিদের প্রতিবাদ, কী ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন?
দেশের ২৬টি ক্যাডার সার্ভিসের কর্মকর্তাদের মধ্যে উপসচিব পদে পদোন্নতির সময় ৭৫ শতাংশ প্রশাসন ও ২৫ শতাংশ অন্যান্য ক্যাডার কর্মকর্তাদের মধ্য থেকে নেওয়া হয়। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জনপ্রশাসন সংস্কার কমিশনের পক্ষ থেকে জানানো হয়, পদোন্নতির এই হার ৫০:৫০ করার সুপারিশ করা হবে।
এর প্রতিক্রিয়ায় ৬৪ জেলার ডিসি প্রতিবাদপত্র দিয়েছেন। তারা বলেছেন, এই সিদ্ধান্ত বাস্তবতা বিবর্জিত। কিন্তু কেন ডিসিদের এই প্রতিবাদ? সংস্কার কমিশনের এমন সুপারিশেরই বা কারণ কী?
Comments