সংখ্যানুপাতিক নির্বাচন কী, বিএনপি কেন এর বিরোধিতা করছে?

আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা নিয়ে চলছে নানা তর্ক-বিতর্ক। আলোচনার তুঙ্গে প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) বা সংখ্যানুপাতিক নির্বাচনী পদ্ধতি। এই সংখ্যানুপাতিক নির্বাচন বলতে আসলে কী বোঝায়? বাংলাদেশে প্রচলিত নির্বাচনী ব্যবস্থার সঙ্গে এর পার্থক্যগুলো কী কী?

একদিকে বিএনপির মতো বড় দল এই পদ্ধতির বিরোধিতা করছে, অন্যদিকে জামায়াতে ইসলামী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণঅধিকার পরিষদসহ বেশ কিছু দল চাচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা চালু করা হোক।

এ নিয়ে আজকের স্টার এক্সপ্লেইনস।

Comments

The Daily Star  | English

7 colleges set 15-day deadline for framework on independent uni

Representatives of seven college students made the announcement following a meeting with the home adviser

2h ago