শতাধিক আহত আন্দোলনকারীকে চিকিৎসা দিয়েছেন ২ চিকিৎসক

১৮ জুলাই, ২০২৪। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল ধানমন্ডি ২৭। অনেকে নিহত, বুলেট বিদ্ধ শত শত আহত মানুষ ছুটছে হাসপাতালে। অথচ চিকিৎসা নিতে গেলেও গ্রেপ্তারের ভয়। হাসপাতালগুলোর সামনের সড়ক দখলে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর বেশিরভাগ হাসপাতালে তখন আহতদের উপচে পড়া ভিড়।

ধানমন্ডি যেন যুদ্ধক্ষেত্র। এই পরিস্থিতিতে এগিয়ে আসেন দুজন চিকিৎসক অর্থী জুখরিফ ও হৃতিশা আক্তার মিথেন। গ্রেপ্তারের হুমকি উপেক্ষা করে তারা তুর্কী বাড়ির গ্যারেজকে বানিয়ে ফেলেন অস্থায়ী প্রাথমিক চিকিৎসা কেন্দ্র।

আন্দোলন চলাকালে তারা চিকিৎসা দিয়েছেন শতাধিক আহত মানুষকে। অদম্য এই চিকিৎসকদের কাছে শুনবো সেদিনের গল্প।

Comments

The Daily Star  | English

Hasnat warns media against airing Hasina’s speech

He further warned that there would be no rehabilitation of Hasina or fascism in Bangladesh

24m ago