ফারজি: নকল নোটের জমাট কাহিনি

'দ্য ফ্যামিলি ম্যান' সিরিজের পর পরিচালক রাজ অ্যান্ড ডিকে আবারও হাজির তাদের নতুন সিরিজ 'ফারজি' নিয়ে। প্রতিভাবান এক চিত্রশিল্পীর নকল নোট বানানোয় জড়িয়ে পড়া এবং পরবর্তীতে পুলিশ ও আন্ডারওয়ার্ল্ডের আগমন—এ নিয়েই এগিয়েছে এই সিরিজের গল্প।

এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন শহীদ কাপুর, বিজয় সেতুপাথি, কেকে মেনন ও রাশি খান্না৷

৮ পর্বের এই সিরিজের এই মুহূর্তে আইএমডিবি রেটিং ৮ দশমিক ৬।

সিরিজটি অ্যামাজন প্রাইমে স্ট্রিমিং হচ্ছে।

Comments