শাহিন, হারিসদের কাছ থেকে শক্ত চ্যালেঞ্জ আসবে, জানেন বাটলার

Jos Buttler
জস বাটলার। ছবি: সংগ্রহ

সেমিফাইনালে শক্তিশালী ভারতকে রীতিমতো উড়িয়ে দেয় ইংল্যান্ড। ফাইনালের মঞ্চেও তেমন আশা করা হয়ত বাড়াবাড়ি। নিজেদের সেরা অবস্থায় দেখলেও তাই পাকিস্তানি পেসারদের কাছ থেকে শক্ত চ্যালেঞ্জই প্রত্যাশা করছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। তবে শাহিন আফ্রিদি, হারিস রউদদের গতি আর স্যুয়িংয়ের চ্যালেঞ্জ সামলাতে তারা পুরোপুরি তৈরি বলেও জানান তিনি।

সেমিতে ভারতের ১৬৮ রান কোন উইকেট না হারিয়েই তুলে নেয় ইংল্যান্ড। জস বাটলার আর অ্যালেক্স হেলস মিলে ছড়ি ঘোরান ভারতীয় বোলিং লাইপআপে। অ্যালিলেডে সেদিন বিন্দুমাত্র লড়াইয়ের পরিস্থিতিও তৈরি হয়নি।   

ফাইনাল মঞ্চে পাকিস্তানের কাছ থেকে অবশ্য কঠিন চ্যালেঞ্জ আসার ধারণা করছেন বাটলার,  'অবশ্যই পাকিস্তান দুর্দান্ত দল। তাদের পেস বোলার তৈরি বহু পুরনো ঐতিহ্য আছে। আমি অন্য সময়ের মতই তা সামালানো নিয়ে প্রস্তুত আছি। 

'আমি  নিশ্চিত ক্যারিয়ার শেষে অনেকেই বলবে তাদের খেলা অন্যতম কঠিন পেসার পাকিস্তানিদের। এই কারণেই তারা বিশ্বকাপের ফাইনালে এসেছে। আমরা খুব শক্ত লড়াই প্রত্যাশা করছি।'

বিশ্বকাপের কয়েকদিন আগে পাকিস্তানে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে ইংল্যান্ড। জস বাটলার, বেন স্টোকস না থাকলেও সেই সিরিজটা জিতেও আসে ইংলিশরা। প্রতিপক্ষের পেস আক্রমণে সমীহ থাকলেও নিজেদের উজ্জীবিত অবস্থার উপরই পুরো আস্থা তার,  'তাদের দলটাকে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি। তাদের বিপক্ষে দারুণ কিছু ম্যাচ খেলেছি। দুর্দান্ত উদ্দীপনা নিয়ে কালকের ম্যাচেও আমরা ভিন্ন কিছু দেখছি না।'

Comments

The Daily Star  | English

A unique approach to looking at the future

This is the first instalment of a three-part series based on a foresight analysis centred on Bangladesh’s transition.

1h ago