সাবেকদের সমালোচনার জবাব ফাইনালে উঠে হাসিতে দিলেন বাবর

Babar Azam

বাবর আজমের খেলার ধরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুসরা। শহিদ আফ্রিদি বলছিলেন, ওপেনিং থেকে নিচে নামা উচিত তার। শোয়েব আখতার বাবরের নেতৃত্ব নিয়ে তুলেছিলেন প্রশ্ন। সেমির আগে বাদ পড়ার কিনারে থাকা পাকিস্তান দল নিয়ে সমালোচনা হচ্ছিল বিস্তর। সেই পাকিস্তানই নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে চলে গেছে ফাইনালে। এবার সেসব সমালোচনার প্রসঙ্গে মুখে চওড়া হাসিতে দিলেন জবাব বাবর।

ভারতের কাছে হেরে টুর্নামেন্ট শুরুর পরের ম্যাচে জিম্বাবুয়ের কাছে পা হড়কায় পাকিস্তান। টানা দুই হারে তাদের করাচির বিমান ধরার রাস্তা তৈরি হয়ে গিয়েছিল। বাকি সব ম্যাচ জিতলেও 'যদি', 'কিন্তুর' হিসাবে ঝুলছিল তাদের সেমিফাইনাল।

যদি, কিন্তুর সেই জটিল সমীকরণ মিলে তারা উঠে যায় সেমিতে। সেজন্য নেদারল্যান্ডসকে বড় একটা ধন্যবাদ দিতে পারে তারা। গ্রুপের শেষ ম্যাচে ডাচরা দক্ষিণ আফ্রিকাকে না হারালে বাকি সব ম্যাচ জিতলেও যে লাভ হতো পাকিস্তানের।

খুঁড়িয়ে খুঁড়িয়ে সেমিতে পৌঁছেই ভিন্ন চেহারায় নামেন বাবররা। নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে সবার আগে ফাইনালেও পৌঁছে গেছে তারা। পুরো আসরে ব্যাট হাতে নিষ্প্রভ থাকলেও সেমির মঞ্চে এসে রান পেয়ে গেছেন বাবর ও রিজওয়ান। এই দুজনের ফিফটিতেই কিউইদের ১৫২ রান সহজেই টপকে যায় পাকিস্তানিরা।

ম্যাচ শেষে সাবেকদের সমালোচনার প্রসঙ্গ উঠলে কারো নাম নিয়ে জবাব দেন বাবর, 'অনেক সমালোচনায় পড়তে হয়েছে আমার দলকে। আমি জানি সবারই নিজস্ব মতামত আছে। কিন্তু ব্যক্তিগত আক্রমণ করা ঠিক নয়। ইতিবাচক সমালোচনা হলে সবাই সেটা শুনবে। সাংবাদিকরাও আমাদের সমালোচনা করেন। কে কোনভাবে সমালোচনা করেন সবাই দেখতে পারেন। এসবে ব্যক্তি আক্রমণ হলে কিছু করার থাকে না।'

পরে চওড়া হাসিতে বলেন 'এখন তো আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেই উঠে গেছি। সবাই উপভোগ করুন।'

Comments

The Daily Star  | English

A unique approach to looking at the future

This is the first instalment of a three-part series based on a foresight analysis centred on Bangladesh’s transition.

1h ago