সেমিতে ওঠার লড়াইয়ে তিন পরিবর্তন নিয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

Taskin Ahmed
ছবি: বিসিবি

নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকার হারে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সমীকরণ স্পষ্ট হয়ে গেছে। এবার মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানকে হারাতে পারলেই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারের টিকিট মিলবে টাইগারদের। সেই লক্ষ্যে খেলতে নামার আগে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বেছে নিয়েছেন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত। চমক জাগিয়ে টাইগারদের একাদশে আনা হয়েছে তিন পরিবর্তন।

রোববার অ্যাডিলেড ওভালে বিশ্বকাপের সুপার টুয়েলভের দুই নম্বর গ্রুপে নিজেদের শেষ ম্যাচে পরস্পরকে মোকাবিলা করবে বাংলাদেশ ও পাকিস্তান। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

এই গ্রুপের দিনের প্রথম ম্যাচে ডাচদের বিপক্ষে অঘটনের শিকার হয়ে দক্ষিণ আফ্রিকা হেরে গেছে ১৩ রানে। ফলে তারা বিদায় নিয়েছে আসর থেকে। আর বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত কোয়ার্টার ফাইনালে। যে দল জিতবে, তারাই জায়গা পাবে সেমিফাইনালে।

ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচের হেরে যাওয়া একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ফিরেছেন টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার। প্রথমবারের মতো চলতি বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও ডানহাতি পেসার ইবাদত হোসেন। তাদেরকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন ইয়াসির আলি রাব্বি, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। তবে নিজেদের সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতা একাদশে কোনো পরিবর্তন আনেনি পাকিস্তান।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, লিটন দাস, সৌম্য সরকার, নাসুম আহমেদ, ইবাদত হোসেন, নাজমুল হোসেন শান্ত।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, মোহাম্মদ হারিস, হারিস রউফ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ।

Comments

The Daily Star  | English

Armed forces granted executive magistracy for another two months

Officials at the public administration ministry confirmed that this is the fifth such extension

12m ago