তাসকিনের ওভারগুলো আগেভাগে শেষ করার ব্যাখ্যা দিলেন সাকিব

ছবি: এএফপি

বাংলাদেশের বোলিং আক্রমণের সূচনা করলেন পেসার তাসকিন আহমেদ। গতি আর সুইংয়ের মিশ্রণে চাপে ফেললেন ভারতের টপ অর্ডারের ব্যাটারদের। তবে তার ওভারগুলো রেখে দেওয়া হলো না পরের জন্য। ইনিংসের প্রথম সাত ওভারের মধ্যে একটানা চার ওভার হাত ঘোরালেন তিনি। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো সেটার ব্যাখ্যা হারের পর দিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

বুধবার অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের দুই নম্বর গ্রুপের ম্যাচে ৫ রানে হেরেছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারত ৬ উইকেটে গড়ে ১৮৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি। বৃষ্টির কারণে জবাব দিতে নামা বাংলাদেশের পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৫১ রান। কিন্তু লিটন দাসের আগ্রাসী ইনিংস সত্ত্বেও জিততে পারেনি টাইগাররা। অধিনায়ক সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেনরা ব্যর্থ হন পরিস্থিতির দাবি মেটাতে।

ভারতের ইনিংসের শুরুতে ডানহাতি পেসার তাসকিন দেখান বোলিং ঝলক। তাকে সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় দলটির দুই ওপেনার রোহিত শর্মা ও কেএল রাহুলকে। নিজের দ্বিতীয় ওভারে ভারতের অধিনায়ক রোহিতকে সাজঘরে পাঠানোর সুযোগ তৈরি করেছিলেন তাসকিন। কিন্তু সীমানার কাছে সহজ ক্যাচ ফেলে দেন হাসান মাহমুদ। শেষ পর্যন্ত উইকেটশূন্যই থেকে যান তাসকিন। তবে আঁটসাঁট লাইন ও লেংথ বজায় রেখে চার ওভারে মাত্র ১৫ রান খরচ করেন তিনি। যার মধ্যে ১৬টি ছিল ডট বল।

তাসকিনের বোলিংয়ে যে ধার ছিল, তা দেখা যায়নি বাকি পেসারদের মধ্যে। বিশেষ করে, সৌম্য সরকারের জায়গায় একাদশে ঢোকা বাঁহাতি পেসার শরিফুল ইসলাম করেন হতাশ। তার চার ওভারে থেকে ৫৭ রান আদায় করে ভারত। আরেক তরুণ পেসার হাসান মাহমুদ ৩ উইকেট নিলেও দেন ৪৭ রান। শরিফুল ও হাসানের করা ইনিংসের শেষ দুই ওভারে ভারতের স্কোরবোর্ডে জমা হয় ২৭ রান। অথচ তাসকিনের ওভার শেষের জন্য জমিয়ে রাখা হয়নি।

ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব জানান, নির্দিষ্ট পরিকল্পনার কারণে তাসকিনকে দিয়ে টানা বল করানো হয়, 'ভারতের টপ অর্ডারের চার ব্যাটারের (রোহিত, রাহুল, বিরাট কোহলি ও সুরিয়াকুমার যাদব) দিকে তাকান। তারা খুবই বিপজ্জনক। আমাদের পরিকল্পনা ছিল ওই ৪ উইকেট তুলে নেওয়া। সেকারণে আমরা তাসকিনের ওভার শেষ করে ফেলি।'

সুপার টুয়েলভে বাংলাদেশের আগের তিন ম্যাচে ৮ উইকেট শিকার করেন তাসকিন। এদিন সম্ভাবনা জাগালেও তিনি পারেননি নামের পাশের উইকেটের সংখ্যা বাড়াতে। সাকিবের দৃষ্টিতে তাসকিন তাই দুর্ভাগা, 'সে আমাদের মূল বোলার। সে নিয়মিত উইকেট তুলে নিয়ে থাকে। দুর্ভাগ্যজনকভাবে সে উইকেট পায়নি। তবে সে খুবই আঁটসাঁট বল করেছে। তার অনেকগুলো বল প্রতিপক্ষের ব্যাটের আশপাশ দিয়ে গেছে। আমি মনে করি, সে দুর্ভাগা। তো পরিকল্পনা ছিল ভারতের টপ অর্ডারের উইকেটগুলো তুলে নেওয়া যাতে আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারি।'

Comments

The Daily Star  | English

Explosions rock Indian Kashmir

Sirens ring out in Jammu, projectiles in night sky; Islamabad says Indian drones earlier entered its airspace

3h ago