জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি: এএফপি

বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল করতে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণ পয়েন্ট চাই টাইগারদের। এমন যখন সমীকরণ, তখন টস জিতলেন লাল-সবুজের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বেছে নিলেন আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত।

রোববার আসরের সুপার টুয়েলভের দুই নম্বর গ্রুপের ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ব্রিসবেনে খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ৯টায়।

নিজেদের আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একেবারে বিবর্ণ ছিল বাংলাদেশ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় হারের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তাদের। টাইগারদের সেই ম্যাচের একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে মেহেদী হাসান মিরাজের জায়গায় ফিরেছেন ইয়াসির আলি রাব্বি।

নিজেদের আগের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চমক দেখালেও জিম্বাবুয়ে ভেঙেছে তাদের 'উইনিং কম্বিনেশন'। একাদশে একটি পরিবর্তন এনেছে তারাও। টেন্ডাই চাটারাকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন লুক জঙ্গুয়ে।

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৯ বার মুখোমুখি হয়েছে দুই দল। সেখানে জয়ের পাল্লা ভারী বাংলাদেশের দিকে। তাদের ১২টি জয়ের বিপরীতে জিম্বাবুয়ের জয় ৭ ম্যাচে। তবে অবাক করা ব্যাপার হলো, যে কোনো সংস্করণের বিশ্বকাপে এটাই দুই চেনা প্রতিপক্ষের প্রথম লড়াই।

সবশেষ সিরিজে বাংলাদেশকে দেখতে হয়েছিল মুদ্রার উল্টো পিঠ। ঘরের মাঠে নিয়মিত একাদশের বেশ কয়েকজন ক্রিকেটারকে ছাড়াই জিম্বাবুয়ে জিতেছিল ২-১ ব্যবধানে।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোস্তাফিজুর রহমান,  তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, রেজিস চাকাভা (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, শন উইলিয়ামস, রায়ান বার্ল, ব্র্যাডলি ইভান্স, টেন্ডাই চাটারা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

2h ago