বৃষ্টিতে এবার পরিত্যক্ত আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ

ছবি: এএফপি

অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বারবার বাগড়া দিচ্ছে বৃষ্টি। আফগানিস্তানের টানা দুটি ম্যাচ ভেস্তে গেল টানা ভারী বর্ষণের কারণে। নিউজিল্যান্ডের পর আয়ারল্যান্ডের বিপক্ষেও তাদের লড়াইয়ে মাঠে গড়াতে পারল না একটি বলও।

শুক্রবার মেলবোর্নে সুপার টুয়েলভের ম্যাচে আফগানদের মুখোমুখি হওয়ার কথা ছিল আইরিশদের। কিন্তু বৃষ্টির বাধায় টসই হতে পারল না। বৈরি আবহাওয়া অনুকূলে না আসায় স্থানীয় সময় বিকাল সাড়ে চারটার দিকে ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেন আম্পায়াররা। খেলা না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি হলো দুই দলের মধ্যে।

এই নিয়ে এক নম্বর গ্রুপে আফগানিস্তান টানা দুটি ম্যাচে মাঠে নামার সুযোগ পেল না। গত বুধবার একই ভেন্যুতে নিউজিল্যান্ডকে মোকাবিলা করার কথা ছিল মোহাম্মদ নবি-রশিদ খানদের। কিন্তু সেদিনও কোনো বল মাঠে না গড়িয়েই ভেস্তে যায় ব্যাট-বলের দ্বৈরথ।

দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে এই গ্রুপের পয়েন্ট তালিকার দুইয়ে উঠে গেছে আয়ারল্যান্ড। নিজেদের আগের ম্যাচে শিরোপাপ্রত্যাশী ইংল্যান্ডকে হারিয়ে চমক দেখায় তারা। তলানিতে থাকা আফগানিস্তানের পয়েন্ট তিন ম্যাচে ২।

এক নম্বর গ্রুপ থেকে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াই শুরুতেই জমে উঠেছে। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। আয়ারল্যান্ডের চেয়ে রানরেটে এগিয়ে আছে কেইন উইলিয়ামসনের দল। তালিকার পরের চারটি দলের পয়েন্ট সমান। রানেরেটের ব্যবধানে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের অবস্থান যথাক্রমে তিন, চার, পাঁচ ও ছয়ে।

এর আগে গত সোমবার হোবার্টে সুপার টুয়েলভের দুই নম্বর গ্রুপে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। যদিও প্রোটিয়ারা নিজেদের দুর্ভাগা ভাবতেই পারে! ৯ ওভারের ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগে ৮০ রানের লক্ষ্য তাড়ায় ৩ ওভারেই তারা তুলে ফেলেছিল ৫১ রান।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

2h ago