কোনো বল মাঠে না গড়িয়েই পরিত্যক্ত নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ

ছবি: এএফপি

অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বৈরি আবহাওয়ার হানা চলছেই। আরও একটি ম্যাচ পরিত্যক্ত হলো বৃষ্টির কারণে। টানা ভারী বর্ষণে গত আসরের রানার্সআপ নিউজিল্যান্ড ও আফগানিস্তানের লড়াইয়ে বল মাঠে গড়ানো তো দূরে থাক, হতে পারল না টসই।

বুধবার মেলবোর্নে সুপার টুয়েলভের এক নম্বর গ্রুপের ম্যাচে মাঠে নামার কথা ছিল নিউজিল্যান্ড ও আফগানিস্তানের। কিন্তু বেরসিক বৃষ্টির বাগড়ায় ব্যাট-বলের দ্বৈরথ অনুষ্ঠিত হলো না তাদের মধ্যে। অনেক সময় অপেক্ষার পর স্থানীয় সময় নয়টা ২৫ মিনিটে ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেন আম্পায়াররা।

খেলা না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি হলো দুই দলের মধ্যে। ১ পয়েন্ট করে পেল তারা। নিউজিল্যান্ড দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ধরে রাখল গ্রুপের শীর্ষস্থান। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যাওয়া আফগানরা খুলল খাতা। তবে দুই ম্যাচে ১ পয়েন্ট এক নম্বরে গ্রুপের তলানিতেই রইলেন মোহাম্মদ নবি-রশিদ খানরা।

কেইন উইলিয়ামসনের নিউজিল্যান্ড অবশ্য আফসোস করতেই পারে! নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ও বিশ্বকাপের শিরোপাধারী অস্ট্রেলিয়াকে ৮৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দুর্দান্ত ছন্দে ছিল তারা। সেই ধারা বজায় রেখে আফগানদের বিপক্ষেও পূর্ণ পয়েন্ট প্রাপ্তির প্রত্যাশাই ছিল তাদের। কিন্তু সেটা পূরণ করার অভিযানে তাদের নামতে দিল না বৃষ্টি।

একই ভেন্যুতে দিনের আগের ম্যাচে ইংল্যান্ডকে ডিএলএস পদ্ধতিতে ৫ রানে হারিয়ে চমক দেখায় আয়ারল্যান্ড। ফলে শুরুতেই জমে উঠেছে এই গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়ার লড়াই। ছোট দলের প্রতিটির নামের পাশে রয়েছে পয়েন্ট। রান রেটের মারপ্যাঁচে দ্বিতীয় থেকে পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া।

এর আগে গত সোমবার হোবার্টে সুপার টুয়েলভের দুই নম্বর গ্রুপে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। যদিও প্রোটিয়ারা নিজেদের দুর্ভাগা ভাবতেই পারে! ৯ ওভারের ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগে ৮০ রানের লক্ষ্য তাড়ায় ৩ ওভারেই তারা তুলে ফেলেছিল ৫১ রান।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

56m ago