মার্তার ব্রাজিলকে হারিয়ে মেয়েদের ফুটবলে যুক্তরাষ্ট্রের সোনা

প্যারিসে ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারায় যুক্তরাষ্ট্র।  যুক্তরাষ্ট্রের হয়ে ম্যাচ জেতানো একমাত্র গোলটি করেন মেলোরি সোয়ানসন।

অলিম্পিক ফুটবলে ব্রাজিলের পুরুষ দল আসতে না পারলেও মেয়েরা দেখাচ্ছিল দাপট। কিংবদন্তি মার্তাকেও সোনার পদক দিয়ে বিদায়ের আশায় ছিলো তারা।  সোনা জয়ের কাছেও চলে গিয়েছিল তারা। তবে ফাইনালের মঞ্চে যুক্তরাষ্ট্রের কাছে ধরাশায়ী হয়েছে তারা।

প্যারিসে ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারায় যুক্তরাষ্ট্র।  যুক্তরাষ্ট্রের হয়ে ম্যাচ জেতানো একমাত্র গোলটি করেন মেলোরি সোয়ানসন।

অলিম্পিকে নারীদের ফুটবলে সর্বোচ্চ সোনা জেতার রেকর্ড আগে থেকেই ছিলো যুক্তরাষ্ট্রের। এবার পঞ্চম সোনা জিতে সেটা আরও উঁচুতে নিল তারা।

মেয়েদের ফুটবলে অলিম্পিকে সোনা জেতার কাছে গিয়ে বারবার যুক্তরাষ্ট্রের কাছেই ধরাশায়ী হয়ে আসছে ব্রাজিল। এবারও হলো তাই। তিনবার তারা ফাইনাল হারল একই প্রতিপক্ষের কাছে। তিনবারই মাঠে ছিলেন মার্তা।

কিংবদন্তি এই ফুটবলারের এটি ছিলো ক্যারিয়ারের শেষ ম্যাচ। বিদায় বেলাতেও তাকে হতে হলো হতাশ।

ম্যাচ হেরে হতাশায় ভেঙে পড়েন মার্তা। তাকে সান্ত্বনা দিতে এগিয়ে যান সতীর্থরা, প্রতিপক্ষের খেলোয়াড়রাও এসে মার্তাকে দিয়েছেন সান্ত্বনা।

ম্যাচের পার্থক্য গড়ে দেওয়া গোলটি আসে ৫৫ মিনিটে। বক্সের ভেতর নিখুঁত শটে বল জালে জড়িয়ে আনন্দে ভাসেন সোয়ানসন। ব্রাজিল ম্যাচে ফেরার চেষ্টা বেশ ভালো কয়েকটি সুযোগ তৈরি করেছিল। যুক্তরাষ্ট্রের গোলরক্ষকের দৃঢ়তায় বল জালে জড়াতে পারেনি তারা।

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

9h ago