আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

নিজেদের চাঙ্গা রাখতে ফ্যাশন শোও করেছিলেন রোহিতরা

ঘরের মাঠে বিশ্বকাপ জিততে মরিয়া ভারত একাট্টা হয়ে নেমেছে। দারুণ সব দলীয় পারফরম্যান্সের প্রভাব দেখা গেছে গ্রুপ পর্বে। ৯ ম্যাচের সবগুলোই জিতে এসেছে সেমিফাইনালে।

নিজেদের চাঙ্গা রাখতে ফ্যাশন শোও করেছিলেন রোহিতরা

ম্যাচের পরই বিভিন্ন বিভাগের সেরা পারফরমার্দের কেন্দ্র করে আয়োজন হচ্ছে বিশেষ উদযাপন। সেসবে আনন্দে মেতে ফুরফুরে থাকছেন ভারতের ক্রিকেটাররা। মাঠের বাইরের প্রবল চাপ সামলে চাঙ্গা থাকতে এবার বিশ্বকাপ চলাকালীন নিজেদের মধ্যে ফ্যাশন শোও করেছিল ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে এমন তথ্য দিলেন রোহিত শর্মা।

ঘরের মাঠে বিশ্বকাপ জিততে মরিয়া ভারত একাট্টা হয়ে নেমেছে। দারুণ সব দলীয় পারফরম্যান্সের প্রভাব দেখা গেছে গ্রুপ পর্বে। ৯ ম্যাচের সবগুলোই জিতে এসেছে সেমিফাইনালে।

মাঠের এমন পারফরম্যান্সের পেছনে জ্বালানি হিসেবে কাজ করেছে মাঠের বাইরের কার্যক্রম। রোহিত অধিনায়কত্ব জোর দিয়েছেন সেসব জায়গাতেও।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে রোহিত জানান, ফল যেমনই হোক মাঠের বাইরের আবহ ঠিক রাখার কথা ভেবে রেখেছিলেন তারা, 'ফল যেমনই হোক আমরা মাঠের বাইরে ফুরফুরে থাকতে চাইছিলাম। এমন একটা আবহ তৈরি করতে চেয়েছি যেটা দলের জন্য দরকার।'

'এসব এক-দুইজন নিয়ে নয়। পুরো দল এমনকি সাপোর্ট স্টাফরাও যুক্ত হচ্ছে।'

ভারতীয় দলের মাঠের বাইরের কিছু কার্যক্রম ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।  রোহিত জানালেন আরও কিছু তারা রাখছিলেন আড়ালে। ধর্মশালায় যেমন নিজেদের ভেতর একটি ফ্যাশন শো আয়োজন করা হয়। যার ছবি বাইরে আসেনি, 'আমাদের পাঁচ-ছয়দিন বিরতি ছিলো। ধর্মশালায় যেমন আমরা অনেক কিছু করেছি। আমরা সেখানে ফ্যাশন শো করেছি। এটা ভালো যে কেউ জানত না। কিছু জিনিস আমাদের মধ্যে থাকুক।'

এরকম আয়োজনের পেছনে দলের প্রতিটা খেলোয়াড়কে ফুরফুরে রাখার চিন্তা কাজ করে, জানালেন রোহিত, 'যখনই মাঠে ঢুকে যায় সংশ্লিষ্ট খেলোয়াড়ের উপর চলে যায় কীভাবে সামনে এগুবে। তার আগে সম্ভাব্য সব কিছুই করি দলের পরিবেশ সহজ করতে। দলের আবহ খুব ভালো, খুব নির্ভার।'

বুধবার মুম্বাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে উঠার লড়াইয়ে নামবে ভারত। দেখার বিষয় ঘরের মাঠে চাঙ্গা অবস্থায় নেমে কেমন খেলেন তারা।

Comments

The Daily Star  | English

Armed goons attempt robbery in Keraniganj bank

Locals, law enforcement lock robbers inside as police try to defuse situation

37m ago