চ্যাম্পিয়ন্স ট্রফি

ওয়ানডে বিশ্বকাপের সুখস্মৃতিতে বিশ্বাস পাচ্ছে আফগানিস্তান

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ স্বপ্নের মতন কেটেছিলো আফগানিস্তানের। ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কার মতন দলকে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে ছিলো তারা। অস্ট্রেলিয়াকেও হারিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি করেছিলো। আইসিসির আরেক আসরে সেই স্মৃতি স্মরণ করলেন অধিনায়ক হাসমতুল্লাহ শহিদি। ইংল্যান্ডের বিপক্ষে নামার আগে ইংল্যান্ডকে হারানোর স্মৃতি আত্মবিশ্বাসের মতন কাজ করবে বলে মত তার।

লাহোরে বুধবার 'বি' গ্রুপের লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে নামবে আফগানরা। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল ব্যবধানে হারার পর এই ম্যাচ তাদের জন্য বাঁচা-মরার লড়াই। হারলেই নিতে হবে বিদায়।

হাসমতুল্লাহ জানেন সব পরিস্থিতি। ঘুরে দাঁড়ানোর বিশ্বাসও তার আছে, আর সেটা যোগান দিচ্ছে গত বিশ্বকাপের স্মৃতি, 'আমরা কঠোর পরিশ্রম করে এই জায়গায় এসেছি এবং প্রতিটি খেলাকে ইতিবাচক দিকে নিতে প্রস্তুত আছি।'

'২০২৩ বিশ্বকাপে যা হয়েছিলো সেখান থেকে আমরা আত্মবিশ্বাস নিব। কাল (আজ) যদিও নতুন এক দিন, আমরা আবারও সেরাটা দিয়ে তাদের হারাতে চেষ্টা করব।'

প্রতিপক্ষ আফগানিস্তান কতটা বিপদজনক হতে পারে ভালোই জানা আছে জস বাটলারের। ইংল্যান্ড অধিনায়কের তার পুরোপুরি সমীহ ও সতর্ক অবস্থান,  'অবশ্যই খুবই প্রতিদ্বন্দিতাপূর্ণ দল। তারা সত্যিই খুব ভালো পারফর্ম করছে। অনেক বছর ধরেই ভালো করছে আমি তাদের পূর্ণ শ্রদ্ধা করি।'

'তাদের মৌলিক কিছু দিক আছে। কিছু দারুণ স্পিনার আছে। রশিদ (খান), নূর (আহমদ) অবশ্যই দুজন দারুণ পারফরর্মার যাদের বিপক্ষে খেলতে প্রস্তুত থাকতে হবে। তবে এই সময়ে আমরা আমাদের নিজেদের উপর ফোকাস করছি।'

বাংলাদেশ সময় বিকেল ৩টায় লাহোরে শুরু হবে এই ম্যাচ।

Comments

The Daily Star  | English

JnU students begin mass hunger strike

Approximately 5,000 current and former students have joined the protest

3h ago