মেসিদের অভিনন্দন জানালেন উইলিয়াম-কেট দম্পত্তি

বিশ্বকাপ জয়ের পর থেকেই অভিনন্দনের জোয়ারে ভাসছে আর্জেন্টিনা। কিংবদন্তি ফুটবলার, জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্ব, রাজনীতিবিদ থেকে শুরু করে নানা মহলের তারকারা জানাচ্ছেন শুভেচ্ছা বার্তা। এবার ব্রিটিশ রাজপরিবার থেকে আগত অভিনন্দন বার্তায় সিক্ত হলেন লিওনেল মেসি ও তার দল। ফাইনাল ম্যাচ নিয়ে নিজেদের মুগ্ধতার কথা জানালেন ওয়েলসের প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন।

ফাইনাল ম্যাচশেষে নিজেদের স্বীকৃত টুইটার অ্যাকাউন্টে উইলিয়াম-কেট দম্পত্তি লেখেন, 'কি (দুর্দান্ত) ফাইনাল। মেসি ও আর্জেন্টিনাকে অভিনন্দন। ফ্রান্সের জন্য সমবেদনা। দুই দলই দারুণ খেলেছে।'

রোববার কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রশংসা কুড়িয়েছে গোটা বিশ্বের। তুমুল উত্তেজনার ম্যাচটিতে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারায় আর্জেন্টিনা। নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ১২০ মিনিটেও নির্ধারণ হয়নি খেলার ফলাফল। প্রথমার্ধেই লিওনেল মেসি ও আনহেল দি মারিয়ার গোলে এগিয়ে গিয়েছিল আলবিসেলেস্তেরা। ম্যাচের শেষভাগে এসে খেলার চিত্র বদলে দেন কিলিয়ান এমবাপে, এক মিনিটের ব্যবধানে জোড়া গোল করে লড়াইয়ে ফেরান ফ্রান্সকে।

এরপর অতিরিক্ত সময়ে মেসির গোলে ফের এগিয়ে যায় আর্জেন্টিনা, শেষ বাঁশি বাজার মিনিট দুয়েক আগে পেনাল্টি পেয়ে আবারও সমতা টানেন এমবাপে। শেষ পর্যন্ত পেনাল্টিতে গিয়ে কাঙ্ক্ষিত জয়ের দেখা পায় আলবিসেলেস্তেরা। কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লিওনেল স্কালোনির শিষ্যরা, মেসি তার দলের হাত ধরে ৩৬ বছরের বিশ্বকাপ শিরোপা খরার আক্ষেপ ঘুচায় লাতিনরা।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

7h ago