চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে ইএ স্পোর্টসের সঠিক ভবিষ্যদ্বাণী
ফিফা ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টসের ভবিষ্যদ্বাণী আরও একবার সঠিক হলো। কাতার বিশ্বকাপ শুরুর আগে তারা গণনা করে জানিয়েছিল, চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা।
রোববার লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে লিওনেল মেসি ও আনহেল দি মারিয়ার গোলে লম্বা সময় এগিয়ে ছিল আর্জেন্টিনা। দমে না গিয়ে ৯৭ সেকেন্ডের মধ্যে জোড়া লক্ষ্যভেদ করে সমতা টানেন কিলিয়ান এমবাপে। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে মেসির দ্বিতীয় গোলে আর্জেন্টিনা ফের লিড নেয়। এরপর ম্যাচে নিজের দ্বিতীয় পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূরণ করে স্কোরলাইন ৩-৩ করেন এমবাপে। ফলে শিরোপা নির্ধারণী লড়াইয়ের ফয়সালার জন্য দ্বারস্থ হতে হয় টাইব্রেকারের। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের নৈপুণ্যে ৪-২ গোলে জিতে বাজিমাত করে লিওনেল স্কালোনির দল।
এই নিয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন নিয়ে সঠিক ভবিষ্যদ্বাণী করল ইএ স্পোর্টস। ২০১৮ সালে তারা দাবি করেছিল যে শিরোপা জিতবে ফ্রান্স। এর আগে ২০১৪ সালে জার্মানি ও ২০১০ সালে স্পেনের ফুটবলের সর্বোচ্চ আসরে সেরা হওয়ার নির্ভুল অনুমান করেছিল প্রতিষ্ঠানটি।
তবে এবারের বিশ্বকাপে ইএ স্পোর্টসের অনেক ভবিষ্যদ্বাণীই ভুল প্রমাণিত হয়েছে। তারা দাবি করেছিল, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। তবে রেকর্ড পাঁচবারের শিরোপাজয়ী ব্রাজিল সেমিফাইনালেও উঠতে পারেনি। ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে তারা ছিটকে যায় কোয়ার্টার ফাইনাল থেকে।
ইএ স্পোর্টসের ভবিষ্যদ্বাণী করেছিল, মেসি সাত ম্যাচে বিশ্বকাপের সর্বোচ্চ আট গোল করে গোল্ডেন বুট জিতবেন। আর এমবাপে সমান ম্যাচে লক্ষ্যভেদ করবেন পাঁচবার। কিন্তু বাস্তবে আট গোল করে এমবাপেই জেতেন গোল্ডেন বুট। সাত গোল করে তার ঠিক পরেই অবস্থান মেসির।
Comments