৫৬ বছর আগের রেকর্ড ছুঁয়েও আক্ষেপে পুড়লেন এমবাপে
জিওফ হার্স্টের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করলেন কিলিয়ান এমবাপে। তারপরও শিরোপা না জেতার আক্ষেপে পুড়তে হলো ফ্রান্সের তরুণ তারকা ফরোয়ার্ডকে।
রোববার লুসাইল স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসি ও আনহেল দি মারিয়ার গোলে লম্বা সময় এগিয়ে ছিল আর্জেন্টিনা। দমে না গিয়ে ৯৭ সেকেন্ডের মধ্যে জোড়া লক্ষ্যভেদ করে সমতা টানেন পিএসজি তারকা এমবাপে। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে মেসির দ্বিতীয় গোলে আর্জেন্টিনা ফের লিড নেয়। এরপর ম্যাচে নিজের দ্বিতীয় পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূরণ করে স্কোরলাইন ৩-৩ করেন এমবাপে। ফলে শিরোপা নির্ধারণী লড়াইয়ের ফয়সালার জন্য দ্বারস্থ হতে হয় টাইব্রেকারের। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের নৈপুণ্যে ৪-২ গোলে জিতে বাজিমাত করে আর্জেন্টিনা।
এর আগে ১৯৬৬ সালের বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করেছিলেন হার্স্ট। তার অনবদ্য পারফরম্যান্সে পশ্চিম জার্মানির বিপক্ষে ৪-২ গোলে জিতে ফুটবলের সর্বোচ্চ আসরে একমাত্র শিরোপার স্বাদ নিয়েছিল ইংল্যান্ড।
৫৬ বছর পর কাতারের মাটিতে হার্স্টকে ছুঁয়ে ফেলেন ২৩ বছর বয়সী এমবাপে। কিন্তু হ্যাটট্রিক করেও ফ্রান্সকে টানা দ্বিতীয় শিরোপা পাইয়ে দিতে পারেননি। অথচ চেষ্টার কোনো ত্রুটি ছিল না তার। নিংড়ে দেন নিজের সামর্থ্যের সবটুকু। দুই দফা তিনি ম্যাচে ফেরান ফ্রান্সকে। তারপরও তাকে হতাশায় ডুবিয়ে সব আলো কেড়ে নেন মেসি। পূরণ হয় আর্জেন্টিনা অধিনায়কের পরম আকাঙ্ক্ষিত বিশ্বকাপ জয়ের স্বপ্ন।
দলীয় সর্বোচ্চ পুরস্কার জিততে না পারলেও একটি ব্যক্তিগত অর্জনের লড়াইয়ে মেসিকে পেছনে ফেলেন এমবাপে। আট গোল করে তিনি জেতেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট। ২০০২ সালের আসরের পর এই প্রথম এতগুলো গোল করলেন কোনো ফুটবলার। সেবার চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো করেছিলেন আট গোল। সব মিলিয়ে বিশ্বকাপের গোলসংখ্যা বেড়ে হলো ১২। গত ২০১৮ রাশিয়া বিশ্বকাপে তিনি করেছিলেন চার গোল।
Comments