কে হবেন কাতার বিশ্বকাপের সেরা খেলোয়াড়?

বিগত প্রায় একমাস ধরে মরুর বুকে আয়োজিত এই আসরে বুঁদ হয়ে ছিলেন ফুটবলপ্রেমীরা। অনেকের মতে এবারের বিশ্বকাপই একবিংশ শতাব্দীর সেরা। দেখতে দেখতে বিদায় নিয়েছে ৩০ দল, শিরোপার লড়াইয়ে টিকে রয়েছে কেবল আর্জেন্টিনা ও ফ্রান্স। আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার 'গোল্ডেন বল' কার হাতে উঠবে তা নিয়ে ইতোমধ্যে শুরু হয়ে গেছে তর্ক-বিতর্ক। সেই দৌড়ে রয়েছেন লিওনেল মেসি, আঁতোয়া গ্রিজম্যান ও কিলিয়ান এমবাপে।

গোল্ডেন বল প্রদানের ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনায় নিয়ে থাকে ফিফা। ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলীয় সাফল্যে কোন খেলোয়াড়ের ভূমিকাই অধিক বিবেচ্য এখানে। পাশাপাশি সেই পারফরম্যান্সের ফলে টুর্নামেন্টে কতোদূর পর্যন্ত যেতে পেরেছে তার দল, সেটাও আমলে নিয়ে থাকে ফিফা। সেসব দিক বিবেচনায় মেসি, গ্রিজম্যান ও এমবাপেরই এই পুরস্কার জেতার সম্ভাবনা বেশি। 

চলতি আসরে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার গোলের সুযোগ তৈরি করেছেন ফরাসি তারকা গ্রিজম্যান। ২১ বার গোল হওয়ার সম্ভাবনা জাগিয়েছেন ৩১ বছর বয়সী ফরোয়ার্ড। আর্জেন্টিনার হয়ে গোটা আসরে আলো ছড়ানো লিওনেল মেসি আছেন ঠিক তার পেছনেই, ১৮ বার সতীর্থদের সুযোগ তৈরি করে দিয়েছেন তিনি।

অ্যাসিস্টের বিচারে অবশ্য এখন পর্যন্ত সমানে সমানে লড়ছেন মেসি-গ্রিজম্যান। দুজনেই সরাসরি অবদান রেখেছেন তাদের দলের তিনটি করে গোলে। দুটি অ্যাসিস্ট করে এমবাপে আছেন ঠিক তাদের পরেই। তবে গোল ও প্রতিপক্ষের গোলমুখে শট নেওয়ার দৌড়ে পিছিয়ে আছেন গ্রিজম্যান। মেসি ও এমবাপে দুজনেরই সমান পাঁচটি করে গোল থাকলেও চলতি আসরে এখন পর্যন্ত গোলের খাতা খুলতে পারেননি আতলেতিকো মাদ্রিদ তারকা।

গোটা বিশ্বকাপে এখন পর্যন্ত ১৪ বার লক্ষ্যে শট নিতে সক্ষম হয়েছেন লা পুল্গা, এমবাপে লক্ষ্যে নিয়েছেন ১১টি শট। সফলভাবে ড্রিবলিং সম্পন্ন করার বিচারে আবার এগিয়ে রয়েছেন এমবাপে। ২১ বার প্রতিপক্ষ ফুটবলারদের বোকা বানিয়ে ড্রিবলিং সম্পন্ন করেছেন পিএসজি তারকা, মেসি করেছেন ১৫টি সফল ড্রিবল।

এই তিন তারকা ছাড়াও দারুণ একটি বিশ্বকাপ কাটিয়েছেন হুলিয়ান আলভারেজ, অলিভিয়ের জিরুরা। দুজনেই করেছেন চারটি করে গোল। তবে তাদের ব্যক্তিগত অর্জন ছাপিয়ে গেছে দলীয় সাফল্যে তাদের অবদানকে।

Comments

The Daily Star  | English

A father lost forever

Two-year-old Masura Islam Taskia, daughter of slain lawyer Saiful Islam Alif, remains oblivious to the tragedy that has shaken her family.

47m ago