ব্রাজিল ম্যাচের মতো খেললে সব কিছুই সম্ভব: পেরিসিচ
শক্তির বিচারে ব্রাজিলের চেয়ে অনেক পিছিয়ে ছিল ক্রোয়েশিয়া। ঐতিহ্য তো বটেও। কিন্তু তারপরও কোয়ার্টার ফাইনালে অসাধারণ লড়াই করে সেলেসাওদের হারিয়ে দিয়েছে দলটি। এবার সেমি-ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষেও ঠিক একই ধারায় খেলতে চায় তারা। আর এমনটা হলে যে কোনো কিছুই সম্ভব বলে মনে করেন দলের অন্যতম সেরা তারকা ইভান পেরিসিচ।
গতবারের ফাইনালিস্ট হলেও এবার আসরে শুরুটা তেমনিভাবে করতে পারেনি ক্রোয়েশিয়া। একমাত্র কানাডা ছাড়া কোনো ম্যাচেই দাপট দেখাতে পারেনি তারা। বাকি চার ম্যাচই ড্র। রক্ষণভাগ জমাট রেখে প্রতিপক্ষদের রুখে দেয় দলটি। এরপর টাই-ব্রেকারে বাজীমাত। তাতেই টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের স্বপ্ন দেখছে ক্রোয়েটরা।
তবে সেমি-ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে জয় তুলে নেওয়া সহজ নয় ক্রোয়েশিয়ার জন্য। প্রথম ম্যাচ হারলেও এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। তবে এ ম্যাচটির সঙ্গে গত রাশিয়া বিশ্বকাপের সেমি-ফাইনালের সঙ্গে মিল পাচ্ছেন পেরিসিচ। সেবার অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছিল তারা।
তবে এবারও এমন কিছু করতে হলে ব্রাজিলের বিপক্ষে খেলা ম্যাচটির অনুকরণেই তাদের খেলতে হবে বলে মনে করেন পেরিসিচ, 'এই প্রতিযোগিতার অংশ হতে পারা এবং সেমিফাইনালে উঠতে পারা যেকোনো ক্রীড়াবিদের মতোই একটি চমৎকার অনুভূতি। আমরা ফাইনালে যেতে চাই এবং আমরা আমাদের সেরাটা দেব। কোচ যেমন বলেছেন, আর্জেন্টিনা একটি বড় দল এবং তারা শতভাগ দেয়।'
'সেমিফাইনালে ইংল্যান্ডের সঙ্গে (২০১৮ রাশিয়া বিশ্বকাপে) তুলনা করা কঠিন হবে। আমি মনে করি এটি একই রকম একটি ম্যাচ হতে চলেছে কারণ ইংল্যান্ডেরও সত্যিই একটি ভালো স্কোয়াড ছিল। তবে এটি আমাদের উপর নির্ভর করে এবং আমরা যদি ব্রাজিলের বিপক্ষে আমাদের মতো যেমন খেলেছি, এ ম্যাচেও সঠিকভাবে খেলি তবে সবকিছুই সম্ভব,' যোগ করেন পেরিসিচ।
এই ম্যাচে সাবেক ও বর্তমান দুই সতীর্থের বিপক্ষেও খেলতে হবে পেরিসিচকে। ইন্টার মিলানে থাকতে লাউতারো মার্তিনেজের সঙ্গে খেলেছেন তিনি, আর বর্তমানে টটেনহ্যাম হটস্পার্সে খেলছেন ক্রিস্তিয়ান রোমেরোর সঙ্গে। তারাও নিজেদের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন বলে মনে করেন পেরিসিচ।
'গ্রুপ পর্বে আমরা যোগাযোগে ছিলাম, কিন্তু সেমিফাইনালে ওঠার পর আমরা যোগাযোগ করিনি। কিন্তু আমি জানি যে লাউতারো এবং ক্রিস্টিয়ানে জন্য দেশই সবকিছু এবং আর্জেন্টিনার হয়ে খেলতে মরিয়া হয়ে আছে। তারা অবশ্যই তাদের দেশের হয়ে সেরাটা খেলার জন্য উন্মুখ হয়ে আছে এবং যেমনটা আমরাও রয়েছি,' দুই সতীর্থকে নিয়ে বলেন পেরিসিচ।
তবে শেষ পর্যন্ত ম্যাচটি সমর্থকদের জন্য দারুণ উপভোগ্য হবে বলে আশা করছেন এ টটেনহ্যাম তারকা, 'তারা আমাদের মতোই একশত ভাগ দিয়ে ম্যাচে থাকবে এবং সেরা দলটি জিতবে। আমরা একটি খুব ভালো এবং কঠিন ম্যাচ আশা করছি এবং আমি আশা করি যে পুরো বিশ্ব এবং যারা স্টেডিয়ামে আসবেন তারা ম্যাচটি উপভোগ করবেন।'
Comments