সেই আর্জেন্টিনার সঙ্গে বর্তমান দলের অনেক পার্থক্য দেখছেন তাগলিয়াফিকো
রাশিয়া বিশ্বকাপে ২০১৮ সালে ক্রোয়েশিয়ার সঙ্গে একই গ্রুপে পড়েছিল আর্জেন্টিনা। সেবার ইউরোপীয় দলটির বিপক্ষে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল আলবিসেলেস্তেরা। চার বছর পর আবার সেই দলটির মোকাবেলা করতে যাচ্ছে মেসিরা। এবার লড়াইটা সেমি-ফাইনালে। তবে এবার ভিন্ন ফলাফল হবে বলেই আশা করছেন আর্জেন্টিনার লেফটব্যাক নিকোলাস তাগলিয়াফিকো।
দোহার লুসাইল স্টেডিয়ামে আগামীকাল মঙ্গলবার রাতে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও আর্জেন্টিনা। ম্যাচটি জিতলে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলবে ক্রোয়েশিয়া। অন্যদিকে আর্জেন্টিনার জন্য ২০১৪ সালের পর ফের ফাইনালে ওঠার হাতছানি। স্বপ্ন পূরণ করার আরও কাছে আসবে দলটি। তবে এই ম্যাচের আগে চর্চা চলছে গত আসরের ম্যাচের ফলাফল নিয়ে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও উঠে আসে বিষয়টি। তখন নিজ দলের সমর্থকদের আশ্বস্ত করে তাগলিয়াফিকো বলেন, 'চার বছর পেরিয়ে গেলেও আজ আমরা তা দেখতে পাচ্ছি ক্রোয়েশিয়া এখনও বিশ্বকাপের চূড়ান্ত পর্যায়ে রয়েছে, এর মানে তারা খুব ভালো কাজ করেছে। তারা খুব সুগঠিত একটি দল, সেখানেও মিল রয়েছে। তবে এখন ভিন্ন খেলোয়াড় এবং তাদের বৈশিষ্ট্যও ভিন্ন।'
'আমরাও এখন ভিন্ন দল, তাই আমি মনে করি চার বছর আগে যা হয়েছিল তার থেকে এবার সবকিছুই আলাদা হবে। ম্যাচটি ভিন্নভাবে হতে চলেছে। তবে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের সেই ম্যাচের অভিজ্ঞতা আছে এবং আমাদের অবশ্যই তা কাজে লাগানোর চেষ্টা করতে হবে,' যোগ করেন তাগলিয়াফিকো।
তবে কাজটা যে সহজ হবে না তা খুব ভালো করেই জানেন তাগলিয়াফিকো। যদিও এবারের আসরে ক্রোয়েশিয়ার জয় মাত্র একটি, কিন্তু এখনও অপরাজিত রয়েছে দলটি। প্রতিপক্ষকে রুখে দেওয়ার দারুণ ক্ষমতার পাশাপাশি সামর্থ্য রয়েছে ঘুরে দাঁড়ানোরও। আর টাই-ব্রেকারে তো দুর্দান্ত দলটি। বিশ্বকাপে এ ভাগ্য পরীক্ষায় হারার রেকর্ডই নেই তাদের।
তাই ক্রোয়েটদের হারাতে হলে নিজেদের সর্বোচ্চটাই দিতে হবে বলে মনে করেন তাগলিয়াফিকো, 'গতকাল আমরা ক্রোয়েশিয়াকে কিছুটা দেখেছি। আমরা জানি যে তাদের অনেক মানের খেলোয়াড় আছে, মাঝমাঠের খেলোয়াড়রা খুব ভালো ছন্দে আছে, অনেক ভালো মানের খেলোয়াড়ও আছে। তারা ভিতরে খেলতে পারে, তাদের ক্রস করার দারুণ দক্ষতা রয়েছে এবং ডি-বক্সে বল নেওয়ার ক্ষমতা রয়েছে। সুতরাং এটি একটি কঠিন লড়াই হতে চলেছে। তবে আমরা সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করব।'
Comments