ব্রাজিলিয়ান রেফারির মান নিয়ে প্রশ্ন তুলল ইংল্যান্ড

ছবি: এএফপি

শেষভাগে এসে বারবারই রেফারিং নিয়ে বিতর্কের সম্মুখীন হচ্ছে কাতার বিশ্বকাপ। রেফারিদের সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যে ক্ষোভ ঝেড়েছেন লিওনেল মেসি, ব্রুনো ফার্নান্দেস, পেপের মতো তারকা ফুটবলাররা। ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হারের পর সেই তালিকায় যুক্ত হলেন ইংল্যান্ডের ফুটবলাররাও। এমনকি ম্যাচটি পরিচালনার দায়িত্বে থাকা ব্রাজিলিয়ান রেফারি উইলতন সাম্পাইয়োর মান নিয়েও প্রশ্ন তুললেন জুড বেলিংহাম।

শনিবার রাতে ফরাসিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে হেরে শেষ হয়ে গেছে ইংল্যান্ডের বিশ্বকাপ। ম্যাচের ১৭তম মিনিটে আহেলিয়া চুয়ামেনির গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। ৫৪তম মিনিটে পেনাল্টি থেকে হ্যারি কেইন সমতা টানলেও ৭৮তম মিনিটে অলিভিয়ের জিরুর গোলে আবারও পিছিয়ে পড়ে ইংলিশরা। ৮৪তম মিনিটে ফের লড়াইয়ে ফেরার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন কেইন। আরেকটি পেনাল্টি পেলেও উড়িয়ে মারেন ইংল্যান্ড দলনেতা।

পুরো ম্যাচে বেশ মারমুখী ভূমিকায় ছিল ফ্রান্সের রক্ষণভাগের ফুটবলাররা। ইংল্যান্ড দ্রুত গতিতে পাল্টা আক্রমণে উঠলেই ফাউল করে সেগুলো ভেস্তে দেওয়ার চেষ্টা করে তারা। তবে সেসব ক্ষেত্রে রেফারি সাম্পাইয়োর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

ম্যাচশেষে রেফারিং নিয়ে অসন্তোষ জানান তরুণ মিডফিল্ডার বেলিংহাম। এমন গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার জন্য সাম্পাইয়ো উপযুক্ত ব্যক্তি ছিলেন না বলেও মনে করেন তিনি। ব্রিটিশ গণমাধ্যম আইটিভিকে বরুশিয়া ডর্টমুন্ড তারকা বলেন, 'খেলোয়াড় কিংবা রেফারি, সবারই একটি খারাপ ম্যাচ যেতে পারে। কিন্তু আমি মনে করি, এমন ম্যাচ পরিচালনা করার জন্য যেমন মান থাকা উচিৎ, সেটা তার (সাম্পাইয়োর) ছিল না।'

প্রতিপক্ষের ফাউল থেকে আরও কয়েকটি সেট পিস তাদের প্রাপ্য ছিল বলেও উল্লেখ করেন ১৯ বছর বয়সী বেলিংহাম, 'আমার মনে হয়, প্রথমার্ধে বক্সের আশেপাশে আরও কয়েকটি ফাউল হয়েছিল। আমরা সেট পিসে ভয়ংকর এবং আমি মনে করি, এমন যেকোনো একটি সিদ্ধান্ত পার্থক্য গড়ে দিতে পারত।'

রেফারির ওপর বেশ ক্ষুব্ধ ইংলিশ ডিফেন্ডার হ্যারি মাগুইয়ারও। দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটে ডি-বক্সের ভিতর বুকায়ো সাকাকে ফাউল করেন চুয়ামেনি। রেফারি সাম্পাইয়ো পেনাল্টি দিলেও প্রয়োজন মনে করেননি কার্ড বের করার। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে মাগুইয়ার বলেন, 'প্রথম মিনিট থেকেই পাঁচ-ছয়টা ফাউল হয়েছে। কিন্তু একটা হলুদ কার্ডও দেখানো হয়নি। প্রথম গোলেও ফাউল হয়েছিল, যেটার কারণ ছিল বুকায়োকে (সাকা) করা ফাউল।'

ম্যাচটিতে সাম্পাইয়ো তাদের পক্ষে কোনো সিদ্ধান্তই দেননি বলে দাবি করেন ম্যানচেস্টার ইউনাইটেড সেন্টার ব্যাক, 'তার পারফরম্যান্স কতটা খারাপ ছিল সেটা আমি বোঝাতে পারব না। আমি বেশি গভীরে যেতে চাই না। কারণ, তাহলে আমি জরিমানার কবলে পড়ব। যদিও বড় সিদ্ধান্তগুলো ভুল ছিল, তিনি আমাদের পক্ষে কিছুই দেননি। গোটা ম্যাচেই তিনি খুবই বাজে (রেফারিং) করেছে।'

Comments

The Daily Star  | English

Crowd control: Police seek to stop use of lethal weapon

The police may stop using lethal weapons and lead pellets for crowd control as their widespread use during the July mass uprising led to massive casualties and global criticism.

10h ago