সব দায়ভার নিজের কাঁধে নিলেন হ্যারি কেইন

Harry Kane

খেলার শুরুতেই এগিয়ে গিয়েছিল ফ্রান্স। বিরতির পর পেনাল্টি থেকে দলকে খেলায় ফেরান হ্যারি কেইন। ফ্রান্স আরেক দফা এগিয়ে গেলে ফের আরেকটি পেনাল্টি থেকে সমতা টানার সুযোগ এসেছিল তার সামনে। তবে ইংল্যান্ড অধিনায়ক এবার মারেন বাইরে। ইংল্যান্ড বিশ্বকাপ যাত্রা এভাবে থেমে যাওয়ায় সব দায়ভার নিজের কাঁধে নিয়েছেন তিনি।

শনিবার রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। খেলার ১৭ মিনিটে আহেলিয়া চুয়ামেনির গোলে এগিয়ে যাওয়ার পর মরিয়া ইংল্যান্ড খেলার ফিরে দ্বিতীয়ার্ধে। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে কেইন।

৭৮ মিনিটে অলিভিয়ের জিরু আবার ফরাসীদের এগিয়ে নিলে বিদায়ের শঙ্কায় পড়ে ইংল্যান্ড। ৮৫ মিনিটে এসেছিল দারুণ সুযোগ। আরেকটি পেনাল্টি থেকে সমতা ফিরিয়ে ম্যাচ ফিরতে পারত ইংলিশরা। এবার কেইনের নেওয়া পেনাল্টি শট যায় বারের উপর দিয়ে।

ম্যাচ শেষে এই কঠিন পরিস্থিতির দায়ভার সব নিয়েছেন কেইন, 'নিজের ও দলের দায় নেওয়া কঠিন। ছেলেদের নিয়ে গর্বের শেষ নেই। আমরা ভালো খেলেছি, ভালো সুযোগ বানিয়েছি। কিন্তু ফুটবল ছোট্ট মুহূর্তে নিচে নামিয়ে দিয়েছে।'

'অধিনায়ক হিসেবে এবং পেনাল্টি মিস করা খেলোয়াড় হিসেবে আমি দায়ভার নিচ্ছি। আমার প্রস্তুতিতে কোন ঘাটতি ছিল না।'

১৯৯০ সালের বিশ্বকাপে তৎকালীন চেকোশ্লাভিয়ার মিখায়েল বিলেকের পর কেইন হচ্ছেন প্রথম খেলোয়াড় যিনি একই ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছেন এবং আবার মিসও করেছেন। বিশ্বকাপে পেনাল্টি থেকে সবচেয়ে বেশি চার গোল করা খেলোয়াড়ও কেইন।

দলের সেরা পেনাল্টি টেকার হওয়ায় তার উপর আস্থাও ছিল পুরোপুরি। কেইন জানান পেনাল্টি নিয়ে গিয়েও বিশ্বাসের কোন ঘাটতি ছিল না তার,  'আমি এটা নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম। যেভাবে চেয়েছি সেভাবে প্রয়োগ করতে পারিনি। এটা এমন কিছু যা আমাকে মেনে নিয়ে বাস করতে হবে।'

'দল খুব ভালো জায়গায় ছিল। আগামীর জন্য ভালো কিছু অপেক্ষা করছে। এখানে আমরা বিশ্বাস নিয়ে এসেছিলাম, অনেক দূর যেতে পারতাম। যা হয়েছে তাতে নিজেদের নিয়ে গর্ব করতে পারি।'

এই ম্যাচেই পেনাল্টি থেকে গোল করে দেশের হয়ে সর্বোচ্চ (৫৩) গোল করায় ওয়েইন রুনির পাশে বসেছেন কেইন। সেই রুনিও পরে টুইট করে তাকে দিয়েছে সান্ত্বনা, 'যেভাবে তারা টুর্নামেন্টটা খেলেছে তাতে তাদের নিয়ে গর্বিত। হ্যারি কেইনকে অভিনন্দন আমার সমান গোল করার জন্য। এটা শিগগরই (সর্বোচ্চ গোলের রেকর্ড) তার হয়ে যাবে।'

Comments

The Daily Star  | English

Battery-run rickshaw drivers block traffic in different parts of Dhaka

They took to the streets in the Agargaon, Mohammadpur, Jatrabari, and Jatiya Press Club areas

58m ago