মরক্কোর বিপক্ষেও বেঞ্চে রোনালদো
সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদোকে বেঞ্চে রাখায় আলোচনা-সমালোচনা কম হয়নি। তাতে প্রত্যাশা ছিল কোয়ার্টার-ফাইনালে হয়তো প্রথম একাদশে ফিরবেন তিনি। কিন্তু মরক্কোর বিপক্ষেও বেঞ্চে রাখা হয়েছে পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকাকে।
শনিবার দোহার আল থুমামা স্টেডিয়ামে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগাল ও মরক্কো। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।
অবশ্য রোনালদোর প্রথম একাদশে ফেরার পথটা আগের ম্যাচেই বন্ধ করে দিয়েছিলেন গনসালো রামোস। সুইসদের বিপক্ষে করেন অসাধারণ এক হ্যাটট্রিক। যা এ আসরের প্রথম এবং একমাত্র হ্যাটট্রিক। শুধু তাই নয়, একটি অ্যাসিস্টও ছিল তার। ফলে রোনালদোর বেঞ্চে থাকা ছিল এক প্রকার অনুমিতই।
সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে পর্তুগালের একটি গণমাধ্যমের জরিপে দেশটির অধিকাংশ সমর্থক রোনালদোকে বদলি হিসেবে নামানোর পক্ষে রায় দেন। এরপর টানা দুই ম্যাচে প্রথম একাদশে রাখা হলো না পর্তুগালের নিয়মিত অধিনায়ককে।
৩৮ ছুঁইছুঁই রোনালদোর ওপর ছাপ ফেলতে শুরু করেছে বয়সের ভার। চলতি মৌসুমে ক্লাব পর্যায়ে যেমন তিনি নির্বিষ, তেমনি কাতার বিশ্বকাপেও তার পারফরম্যান্স হতাশা জাগানিয়া। গোলমুখে আগের মতো কার্যকারিতা দেখাতে পারছেন না পর্তুগাল অধিনায়ক।
নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে চারটি ম্যাচ খেলে এখন পর্যন্ত কেবল একটি গোল করেছেন রোনালদো। সেটাও এসেছে পেনাল্টি থেকে। প্রথম তিন ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি। তবে একটিতেও শেষ বাঁশি বাজা পর্যন্ত থাকা হয়নি তার। আগেই তাকে মাঠ থেকে তুলে নেন কোচ সান্তোস।
রোনালদো না থাকায় পর্তুগালের নেতৃত্বে এদিনও থাকছেন অভিজ্ঞ ডিফেন্ডার পেপে।
মরক্কোর বিপক্ষে পর্তুগালের একাদশ
দিয়োগো কস্তা (গোলরক্ষক), দিয়োগো দালত, পেপে, রুবেন দিয়াস, রাফায়েল গেরেরো, বের্নার্দো সিলভা, উইলিয়াম কারভালহো, ওতাভিও, ব্রুনো ফার্নান্দেজ, গনসালো রামোস ও জোয়াও ফেলিক্স।
Comments