সেই উদযাপনের কারণ জানালেন ওতামেন্দি

টাই-ব্রেকারে হেরে হতাশায় তখন মুষড়ে পড়েছিলেন ডাচ খেলোয়াড়রা। কেউবা মাটিতে লুটিয়ে পড়ছেন। ঠিক তখন তাদের সামনে দিয়ে যাওয়ার সময় রিকুয়েলমের মতো উদযাপন করেন নিকোলাস ওতামেন্দি। যেমনটা স্পট-কিক থেকে গোল দিয়ে করেছিলেন অধিনায়ক লিওনেল মেসিও। মেসির মতো সেই উদযাপনের ব্যাখ্যা দিয়েছেন ওতামেন্দিও।

শুক্রবার কাতারের লুসাইল স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে নেদারল্যান্ডসকে টাই-ব্রেকারে ৪-৩ ব্যবধানে হারায় আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে কোনো গোল না হলে টাই-ব্রেকারে নিষ্পত্তি হয় ম্যাচটি।

টাই-ব্রেকারে লাউতারো মার্তিনেজ শেষ শটটি লক্ষ্যে পাঠানোর পর ডাচ খেলোয়াড় পাশ দিয়ে যাওয়ার সময় দুই কানের পাশে হাত দিয়ে উদযাপন করে ওতামেন্দি। ম্যাচ শেষে তার ব্যাখ্যায় এ ডিফেন্ডার বলেন, 'আমি মুখে এমন উদযাপন করেছি কারণ নেদারল্যান্ডসের একজন খেলোয়াড় ছিল, যে আমাদের প্রতিটি পেনাল্টিতে এসে আমাদের খেলোয়াড়কে কিছু বলেছিল। যা স্বাভাবিক ছিল না এবং আমরা তার প্রতিক্রিয়ায় এমনটা করেছি।'

এর আগে প্রতিপক্ষ কোচ লুইস ফন হালের কাছে অপমানিত হয়ে একই ধরণের উদযাপন করেছিলেন অধিনায়ক মেসিও। ম্যাচ জয়ের পর গণমাধ্যমে মেসি বলেছিলেন, 'ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ফন হালের কথায় আমি অসম্মানিত বোধ করেছি। খেলার সময়ও বেশ কয়েকজন ডাচ ফুটবলার বেশি বেশি কথা বলেছে।'

'আমি ফন হালকে বলতে শুনেছি, "পেনাল্টিতে আমরা এগিয়ে থাকব। যখন আমরা টাইব্রেকারে যাই, আমরা জিতি।" আমার মনে হয়, তার উচিত মুখ বন্ধ রাখা,' যোগ করেন মেসি।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ডাচ কোচ ফন হাল বলেছিলেন, 'আর্জেন্টিনার পায়ে যখন বল থাকে না, মেসি তখন কিছুই করেন না।'

Comments

The Daily Star  | English

Battery-run rickshaw drivers block traffic in different parts of Dhaka

They took to the streets in the Agargaon, Mohammadpur, Jatrabari, and Jatiya Press Club areas

54m ago