দিবালাকে না খেলানোর ব্যাখ্যা দিলেন আর্জেন্টিনা কোচ
কাতার বিশ্বকাপে পাওলো দিবালাকে এখনও খেলতে দেখা যায়নি। আর্জেন্টিনার শুরুর একাদশে যেমন তিনি অনুপস্থিত, তেমনি বদলি হিসেবেও তার সুযোগ মিলছে না। দলটির কোচ লিওনেল স্কালোনি জানালেন, এই তারকা ফরোয়ার্ডকে খেলানোর সুযোগ পাচ্ছেন না তিনি।
ঊরুর চোটের কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে দিবালা জায়গা পাবেন কিনা তা নিয়ে ছিল জোরালো শঙ্কা। শেষ পর্যন্ত দলে টিকে যান তিনি।
অনেকটা সময় বাইরে থাকার পর বিশ্বকাপ শুরুর কিছুদিন আগে বর্তমান ক্লাব এএস রোমার হয়ে অনুশীলনে ফেরেন দিবালা। তবে কোনো ম্যাচ খেলেননি ২৮ বছর বয়সী ফুটবলার। ফুটবলের মহাযজ্ঞ মাঠে গড়ানোর আগে আর্জেন্টিনার কোনো প্রীতি ম্যাচেও দেখা যায়নি তাকে। চোট পাওয়ার আগে রোমার জার্সিতে দারুণ ছন্দে ছিলেন দিবালা। সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে করেছিলেন ৭ গোল ও ২ অ্যাসিস্ট।
শুক্রবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। লুসাইল স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত একটায়। এর আগে সংবাদ সম্মেলনে দিবালাকে নিয়ে মুখ খুলতে হয় স্কালোনিকে।
দিবালাকে না খেলানোর ব্যাখ্যায় আর্জেন্টিনা কোচ বলেছেন, 'সে খেলেনি কারণ আমি তাকে খেলানোর সুযোগ পাইনি। সে ভালো আছে, সে শুরুর একাদশের অংশ হতে পারে। তবে আমরা যে ম্যাচগুলো খেলেছি, সেই ম্যাচগুলোতে তাকে মাঠে নামানোর সুযোগ ছিল না আমাদের।'
গ্রুপ পর্বে সৌদি আরব ও মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার প্রথম দুটি ম্যাচের পর স্কালোনি বলেছিলেন, কৌশলগত কারণে দিবালাকে সুযোগ দেওয়া হয়নি। এরপর পোল্যান্ডের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ ও দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষেও মাঠের বাইরে থাকতে হয় সাবেক জুভেন্তাস তারকাকে।
Comments