নতুন বিতর্কে জড়াল রোনালদোর নাম
ক্রিস্তিয়ানো রোনালদো ও বিতর্কের মধ্যে যেন তৈরি হয়েছে সুদৃঢ় বন্ধন! ফের আলোচনায় পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী পর্তুগাল অধিনায়ক। সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের পরদিন অনুশীলনে অনুপস্থিত ছিলেন তিনি।
বুধবার স্প্যানিশ সংবাদপত্র মার্কাসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, নিয়মের বাইরে গিয়ে অনুশীলনে যোগ দেননি রোনালদো। যদিও তিনি পুরোপুরি ফিট ছিলেন। সুইসদের বিপক্ষে শুরুর একাদশে থাকা খেলোয়াড়দের সঙ্গে তিনি কেবল জিম করেন।
কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে গত মঙ্গলবার রাতে সুইজারল্যান্ডকে ৬-১ গোলে বিধ্বস্ত করে পর্তুগাল। একপেশে ওই ম্যাচের শুরুর একাদশে রোনালদোকে না রেখে চমক উপহার দিয়েছিলেন দলটির কোচ ফার্নান্দো সান্তোস। ৩৭ বছর বয়সী তারকা অবশ্য বদলি হিসেবে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন ৭৩তম মিনিটে।
পরদিন স্কোয়াডের ২৬ ফুটবলারের সবাইকে দুই ভাগে ভাগ হয়ে প্রস্তুতি নেওয়ার সূচি দেন সান্তোস। সুইসদের বিপক্ষে যারা শুরুর একাদশে ছিলেন, তারা কেবল জিম করেন। বাকিদের জন্য ছিল ঘাম ঝরানো অনুশীলন। বদলি হিসেবে তাদের সঙ্গেই যোগ দেওয়ার কথা ছিল রোনালদোর।
চলতি কাতার বিশ্বকাপে রোনালদো আছেন নিজের ছায়া হয়ে। বয়সের ভার তার পারফরম্যান্সের যে প্রভাব ফেলতে শুরু করেছে, তা স্পষ্ট। এখন পর্যন্ত পর্তুগিজদের চার ম্যাচের সবকটিতে খেলে মাত্র এক গোল করেছেন তিনি। সেটাও এসেছে পেনাল্টি থেকে।
এবারের মৌসুমের শুরু থেকেই নানা নেতিবাচক কারণে খবরের শিরোনাম হচ্ছেন রোনালদো। বর্তমানে তিনি ফ্রি এজেন্ট। ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও কোচ এরিক টেন হাগকে নিয়ে বিস্ফোরক মন্তব্যের কারণে পারস্পরিক সমঝোতায় তার সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে গত মাসে।
ইউরোপ ছেড়ে রোনালদোর সৌদি আরবের লিগে পাড়ি জমানোর খবর সম্প্রতি দিয়েছে মার্কা। সেখানকার ক্লাব আল নাসরে বিশাল অঙ্কের পারিশ্রমিকের বিনিময়ে নাম লেখাতে যাচ্ছেন তিনি। দুই পক্ষের মধ্যে চুক্তি হবে আড়াই বছরের।
Comments