রোনালদোর মতো বেঞ্চে থাকতে হলে 'রেগে যাবেন' ফার্নান্দেজ
সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো। অথচ সুইজারল্যান্ডের বিপক্ষে নকআউটের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে পর্তুগালের শুরুর একাদশে ঠাই হয়নি তার। শেষ পর্যন্ত যখন মাঠে নামার সুযোগ পেলেন সিআর সেভেন, খেলা প্রায় শেষের পথে। দলের জয়ে আনন্দিত হলেও শুরু থেকে খেলতে না পারাটা রোনালদো ভালোভাবে নেননি বলেই মনে করেন তার সতীর্থ ব্রুনো ফার্নান্দেজ।
মঙ্গলবার রাতে লুসাইল স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে সুইজারল্যান্ডকে ৬-১ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটে নেয় পর্তুগাল। রোনালদো বদলে ম্যাচটি শুরু করা গনসালো রামোস করেন হ্যাটট্রিক। পর্তুগিজদের হয়ে অপর তিনটি গোল করেন পেপে, রাফায়েল গুরেইরো ও রাফায়েল লেয়াও।
রোনালদোর সামনে বিশ্বকাপে পর্তুগাল কিংবদন্তি ইউসেবিওর নয় গোলের রেকর্ড স্পর্শ করার হাতছানি ছিল ম্যাচটিতে। ৭৪ মিনিটে বদলী হিসেবে নেমে একবার জালেও জড়িয়েছিলেন বল, কিন্তু অফসাইডে বাতিল হয় সেটি। ম্যাচ শেষে সংবাদকর্মীদের ফার্নান্দেজ বলেন, 'আপনি কি মনে করেন বেঞ্চে থাকতে কেউ পছন্দ করে? আমার মনে হয় না ক্রিস্তিয়ানো খুশি হবে। কোচ যদি আমাকে পরের খেলায় বেঞ্চে রাখে, আমি রেগে যাব।'
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একবারই গোল করতে সক্ষম হয়েছেন রোনালদো। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ঘানার বিপক্ষে স্পটকিক থেকে জাল খুঁজে নিয়েছিলেন পাঁচবারের ব্যলন ডি'অর জয়ী তারকা। তবে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা তার কাজটা ঠিকভাবে করে চলছেন বলেই মনে করেন ব্রুনো, 'ক্রিস্তিয়ানো তার কাজ করছে, সে তার ভূমিকা পালন করছে। সে (ম্যাচের) ফলাফল নিয়ে খুশি কারণ সবার লক্ষ্যই (বিশ্বকাপে) যতদূর সম্ভব ততোদূর যাওয়া।'
আগামী শনিবার কোয়ার্টার ফাইনালের ম্যাচে মরোক্কোর মুখোমুখি হবে পর্তুগাল। শক্তির বিচারে ফার্নান্দো সান্তোসের শিষ্যরা এগিয়ে থাকলেও শেষ ষোলো থেকে স্পেনকে ছিটকে দেওয়া ওয়ালিদ রেগরাগুইয়ের শিষ্যরাও পটু অঘটন ঘটাতে। গ্রুপ পর্বেও চমক দেখিয়েছিল আফ্রিকার দলটি, বেলজিয়ামকে হারিয়ে দিয়েছিল তারা।
Comments