তুমি ভাগ্যবান আমি সামনে ছিলাম না: কুন্দেকে দেশম

ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) কড়া নির্দেশনা, কোনো ধরণের বিপজ্জনক সরঞ্জাম বা বস্তু পরে মাঠে নামা যাবে না খেলোয়াড়দের। সেখানে প্রায় ৪০ মিনিট গলায় একটি সোনার চেইন পরে খেলেছেন ফ্রান্সের ডিফেন্ডার জুলস কুন্দে। তাতে বেজায় খেপেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। ওই মুহূর্তে সামনে থাকলে হয়তো আক্রমণাত্মক কিছু করতে ফেলতে পারতেন বলে জানান তিনি।

পোল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ঘটনা এটা। গলায় একটি সোনার চেইন পরে খেলতে নামেন বার্সেলোনা ডিফেন্ডার কুন্দে। খেলছিলেনও দারুণ। তবে প্রায় ৪০ মিনিট যাওয়ার পর হঠাৎ নজরে আসে কুন্দের গলায় কিছু একটা রয়েছে। ভিডিও রেফারিরা বিষয়টি নিশ্চিত হওয়ার পর কুন্দের গলা থেকে চেইনটা খুলে নেওয়া হয়। তবে এ ঘটনায় অবশ্য তাকে কোনো কার্ড দেখানো হয়নি।

সে যাত্রা বেঁচে গেলেও কোচের তোপ থেকে বাঁচতে পারেননি কুন্দে। এমনকি সামনে থাকলে হয়তো তাকে আঘাতও করে ফেলতে পারতেন বলে ইঙ্গিত দেন তিনি, 'আমি তাকে বলেছি, তুমি ভাগ্যবান আমি তোমার সামনে ছিলাম না, অন্যথায়...'

অনেক খেলোয়াড়দের মধ্যে নানা ধরণের কুসংস্কার থাকে। কুন্দেও হয়তো চেইনটিকে সৌভাগ্যের প্রতীক হিসেবেই ভাবেন। অনুশীলনেও এটা পরে থাকেন বলে জানান দেশম, 'খেলা বন্ধ করে রেফারি আমাদের সতর্ক করেছিলেন... খেলোয়াড়রা ব্রেসলেট বা নেকলেস পরতে পারে না। আমি জানি জুলস কিছুটা কুসংস্কারাচ্ছন্ন। ও এটা পরে। অনুশীলনেও এবং আমি জানি না এর মানে কি।'

তবে সবমিলিয়ে বিষয়টি লজ্জাজনক বলেই জানালেন এ কোচ, 'খেলোয়াড়রা মাঠে ঘড়ি বা সানগ্লাসও পরে খেলতে পারে না। এটা অনুমোদিত নয়। আমি ভেবেছিলাম ও হয়তো ওটা খুলে রেখেছিল, কিন্তু দৃশ্যত তা হয়নি। এটা আমাদের জন্য লজ্জার।'

Comments

The Daily Star  | English

Time to build the country after overcoming dictatorship: Tarique

Highlights need to build skilled generations across all sectors

3h ago