ব্রাজিলের একাদশে ফিরলেন নেইমার

চোট কাটিয়ে আগের দিন অনুশীলনে ফিরেছিলেন নেইমার। সংবাদ সম্মেলনে সেলেসাও কোচ তিতেও ইতিবাচক সংবাদ দিয়েছিলেন। তবে ধারণা ছিল বেঞ্চ থেকে শুরু করতে পারেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম একাদশেই আছেন এ পিএসজি তারকা। তার সঙ্গে বিশ্রাম থেকে ফিরেছেন দলের সেরা তারকারাও।

সোমবার দোহার ৯৭৪ স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

সার্বিয়ার বিপক্ষে দলের প্রথম ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন নেইমার। আঘাত গুরুতর হওয়ায় গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে খেলতে পারেননি তিনি। তাকে ছাড়াই 'জি' গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে নাম লেখায় ব্রাজিল। সার্ব ও সুইসদের বিপক্ষে জিতলেও শেষ ম্যাচে অবশ্য ক্যামেরুনের কাছে হেরে যায় তারা।

ক্যামেরুনের বিপক্ষে অবশ্য ম্যাচে ৯টি পরিবর্তন এনেছিলেন কোচ তিতে। মূলত বেঞ্চ যাচাই করে দেখতে চেয়েছিলেন। নকআউট পর্বে স্বাভাবিকভাবেই কোনো ঝুঁকি নেননি। নেইমারের সঙ্গে আক্রমণ ভাগে ফিরেছেন রাফিনহা, ভিনিসিয়ুস জুনিয়র ও রিচার্লিসনও।

এছাড়াও চোট কাটিয়ে ফিরেছেন দানিলো। যদিও পজিশন পরিবর্তন করতে হচ্ছে তাকে। মূলত রাইটব্যাক হলেও এদিন খেলবেন লেফটব্যাক হিসেবে। রাইটব্যাকে খেলবেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার আদার মিলিতাও। মূলত সেন্টার ব্যাক হলেও এ পজিশনেও খেলার অভিজ্ঞতা রয়েছে তার। সেন্টারব্যাকে অভিজ্ঞ থিয়াগো সিলভার সঙ্গে আছেন মার্কুইনহোস। মাঝমাঠে লুকাস পাকেতার সঙ্গে খেলবেন কাসেমিরো।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশ:

অ্যালিসন বেকার, এদার মিলিতাও, মার্কুইনহোস, থিয়াগো সিলভা, দানিলো, লুকাস পাকেতা, কাসেমিরো, নেইমার, রাফিনহা, ভিনিসিয়ুস জুনিয়র ও রিচার্লিসন।

Comments

The Daily Star  | English
health reform

Priorities for Bangladesh’s health sector

Crucial steps are needed in the health sector for lasting change.

10h ago