ব্রাজিল-দক্ষিণ কোরিয়া ম্যাচ নিয়ে মাশরাফির ভাবনা

বিশ্বকাপ ফুটবল মানে ক্রীড়াপ্রেমীদের উন্মাদনার পারদ তুঙ্গে। ভক্ত-সমর্থক থেকে শুরু করে বিশ্লেষকরা বুঁদ হয়ে থাকেন 'দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত আসর নিয়ে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ফুটবলপ্রীতি সুপরিচিত। রোমাঞ্চ আর উত্তেজনার ভেলায় চড়ে আগামী এক মাস তিনি চোখ রাখবেন ফুটবলের মহাযজ্ঞে।

কেবল প্রিয় দল আর প্রিয় তারকার খেলা উপভোগে সীমাবদ্ধ থাকছে না মাশরাফির এবারের বিশ্বকাপ। গ্রুপ পর্ব থেকে শুরু করে প্রতিটি ম্যাচের ফলের ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। কোন ম্যাচে কে জিতবে, কে হারবে বা কোন ম্যাচটি হবে ড্র। ২০২২ কাতার বিশ্বকাপ নিয়ে দ্য ডেইলি স্টারের বিশেষ আয়োজনে তাই থাকছে মাশরাফির সরব উপস্থিতি। প্রতি ম্যাচেই জানাবেন তার ভাবনার কথা।

মূলত ক্রিকেটার হলেও ফুটবল সম্পর্কে বেশ ভালোই খোঁজখবর রাখেন মাশরাফি। দিয়াগো ম্যারাডোনার খেলে দেখেই ফুটবল প্রীতি। ক্রিকেটের পাশাপাশি শখের বসে খেলেছেন ফুটবল প্রায় নিয়মিতই। ব্যস্ত জীবনে এখনও সুযোগ পেলেই খেলেন। তাই ফুটবল সম্পর্কে জানেনও বেশ ভালো।

জাপান বনাম ক্রোয়েশিয়া

জাপানের গ্রুপে এবার দুইটা বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল ছিল দুই দলকেই হারিয়েছে। এরমধ্যে জার্মানিকে তো বিদায় করে দিয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠেছে। তো যেটা হয়েছে ওরা যে কোনো কিছুই করতে পারে। ক্রোয়েশিয়া শুরুতে খুব বেশি ভালো খেলতে না পারলেও পরে ছন্দে ফিরেছে। যদিও বেলজিয়াম শেষ ম্যাচে অনেক সুযোগ নষ্ট না করলে সমীকরণ পুরাই বদলে যেতে পারতো। আমার কাছে মনে হয় এ ম্যাচে লড়াই হবে হাড্ডাহাড্ডি। ম্যাচটা অতিরিক্ত সময়েও যেতে পারে। যে কোনো দলেরই সুযোগ রয়েছে। তবে শক্তির বিচারে পাল্লাটা ভারি ক্রোয়েশিয়ার। 

ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া

গ্রুপ পর্বে শেষ ম্যাচটা হারলেও এই ব্রাজিল কিন্তু দারুণ খেলেছে। ওরা সম্ভাব্য বিশ্বকাপ জয়ী দল। ক্যামেরুনের বিপক্ষে বেঞ্চের খেলোয়াড়রা ফিনিশিং হয়তো দিতে পারে নাই কিন্তু অনেক গোল হতে পারতো। আজকে আবার শুনলাম নেইমার ফিরতে পারে। এটা ওদের মানসিকভাবে আরও বুস্ট আপ করবে। তবে দক্ষিণ কোরিয়াও খারাপ না। ওরা পর্তুগালকে হারিয়ে নকআউট পর্বে এসেছে। পর্তুগালও কিন্তু অনেক শক্তিশালী। তাই ম্যাচে ভালো লড়াই করবে কোরিয়ানরা। তবে শেষ পর্যন্ত পেরে উঠবে না হয়তো। ব্রাজিল জিতে যাবে ম্যাচটি।

Comments

The Daily Star  | English
health reform

Priorities for Bangladesh’s health sector

Crucial steps are needed in the health sector for lasting change.

10h ago