দল হিসেবে খেলেই পর্তুগালকে হারাতে চায় সুইজারল্যান্ড

কাতার বিশ্বকাপে অন্যতম শিরোপাপ্রত্যাশী দল পর্তুগাল। ফার্নান্দো সান্তোসের দলে নেই তারকার কোন অভাব। তবে পর্তুগিজদের শেষ ষোলোর প্রতিপক্ষ সুইজারল্যান্ড শিবিরের চিত্রটা ভিন্ন। দলে ক্রিস্তিয়ানো রোনালদোর মতো কোন তারকা খেলোয়াড় নেই। তাই সাফল্য পেতে দলের সবারই অবদান প্রত্যাশা করছেন সুইস মিডফিল্ডার জেরদান শাকিরি। 

ঘানা ও উরুগুয়েকে হারিয়ে 'এইচ' গ্রুপের সেরা দল হয়ে নকআউট নিশ্চিত করেছে পর্তুগাল। অন্যদিকে 'জি' গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে শেষ ষোলোতে ওঠার পথে ক্যামেরুন ও সার্বিয়াকে হারিয়েছে সুইজারল্যান্ড। মঙ্গলবার দিবাগত রাতে পর্তুগালের মুখোমুখি হবার আগে শাকিরি জানালেন পর্তুগাল ফেভারিট হলেও নিজেদের মান সম্পর্কে জানেন তারা।

পর্তুগিজদের বিপক্ষে দলের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, '(পর্তুগালের বিপক্ষে সাফল্যের) চাবিকাঠি হলো গোটা দলের কাছ থেকে বিশেষ পারফরম্যান্স পাওয়া কারণ আপনি জানেন আমরা সুইজারল্যান্ড, আমাদের দলে কোন ক্রিস্তিয়ানো (রোনালদো) নেই। দল হিসেবে আমরা সবসময়ই সফল ও এই ম্যাচেও একই থাকবে এটা। সবাইকে একত্রে থাকতে হবে। সবাই যদি তাদের পারফরম্যান্সের সর্বোচ্চ মানে পৌঁছতে পারে, আমি নিশ্চিত আমাদের (পরের রাউন্ডে) যাওয়ার সুযোগ থাকবে।'

সতীর্থদের বিশেষ কিছু করে দেখানোর তাগিদ দিয়ে ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড আরও বলেন, 'আমাদের বিশেষ পারফরম্যান্স দরকার। সত্যি বলতে পর্তুগাল একটি ভালো দল ও আমার মতে এই ম্যাচের ফেভারিটও। কিন্তু আমরা আমাদের মান সম্পর্কেও জানি। খেলায় তাদেরকে অনেক সমস্যায় ফেলতে আমরা চেষ্টা করব একটি ভালো ও বিশেষ পারফরম্যান্স করার জন্য।'

গত জুন মাসে এই পর্তুগালকেই উয়েফা নেশন্স লিগের ম্যাচে হারিয়েছিল সুইসরা। তবে বিশ্বকাপে দুই দলের আসন্ন লড়াই সম্পূর্ণ ভিন্ন হতে চলেছে বলেও মত দেন সাবেক লিভারপুল তারকা, 'আমার জন্য এটা সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে, কারণ এখানে (বিশ্বকাপে) কোন প্রীতি ম্যাচ থাকে না। এটা কোন নেশন্স লিগ নয়, চাপ অনেক বেশি এখানে। সুতরাং, এখন এটা গুরুত্বপূর্ণ কিভাবে খেলোয়াড়রা এই চাপের মোকাবিলা করে।'

Comments

The Daily Star  | English
health reform

Priorities for Bangladesh’s health sector

Crucial steps are needed in the health sector for lasting change.

15h ago