ফ্রান্স বনাম পোল্যান্ড: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিততেও শেষ ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল তিউনিসিয়ার বিপক্ষে হারের আক্ষেপে পুড়তে হয়েছে ফ্রান্সকে। অন্যদিকে আর্জেন্টিনার বিপক্ষে শেষ ম্যাচ হেরেও গোল ব্যবধানে মেক্সিকোকে টপকে নকআউটে পা রেখেছে পোল্যান্ড। দুই দলের লড়াইয়ে শক্তির বিচার ও খেলার ধরণে এগিয়ে থাকবে ফ্রান্সই। ভালো করতে হলে পোলিশদের হতে হবে আরও আক্রমণাত্মক। সঙ্গে রবার্ত লেভানদোভস্কির গোলের মধ্যে না থাকাটাও বাড়তি দুশ্চিন্তা দলটির জন্য।
ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে কলমে দুই দলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে ভবিষ্যৎবাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, ফর্মেশনও তুলে ধরা হলো ডেইলি স্টারের পাঠকদের জন্য-
কখন?
রোববার, ৪ ডিসেম্বর, বাংলাদেশ সময় রাত ৯টা
কোথায়?
আল থুমামা স্টেডিয়াম, দোহা
টিম নিউজ
তিউনিসিয়ার কাছে পরাজয়ের দিন নয়টি পরিবর্তন করেছিলেন দিদিয়ের দেশম। তবে এই ম্যাচে নিজেদের সেরা একাদশকে স্বাভাবিকভাবেই মাঠে নামাবেন তিনি।
আর্জেন্টিনার কাছে ২-০ ব্যবধানে হারের ম্যাচের একাদশ থেকে পরিবর্তন আনতে পারেন পোলিশ কোচ চেসলা মিচনিউইচ। ফরোয়ার্ড করোল সুইডারস্কির পরিবর্তে দেখা যেতে পারে স্ট্রাইকার আরকাদিউস মিলিককে।
নজরে থাকবেন যারা
তিন গোল করে যৌথভাবে গোল্ডেন বুটের লড়াইয়ে থাকা কিলিয়ান এমবাপের দিকেই নজর থাকবে সবার। তারসঙ্গে উসমানে দেম্বেলে, আতোঁয়ান গ্রিজমানরা জ্বলে উঠতে পারলে ষোলোকলা পূর্ণ হবে দিদিয়ার দেশমের শিষ্যদের। এছাড়া প্রথম ম্যাচে জোড়া গোল পাওয়া অলিভিয়ের জিরুদ নিজের ফিনিশিং দক্ষতার ঝলক দেখাতে পারলে চাপে থাকবে পোল্যান্ড। মাঝমাঠে অরেলিয়ান চুয়ামেনিকে আরও একবার সামলাতে হবে বড় ম্যাচের চাপ। ডিফেন্সে রাফায়েল ভারানের সঙ্গে সতর্ক প্রহরায় থাকতে হবে ডাওট উপমেকানোদের।
ভালো করতে হলে কাউন্টার অ্যাটাক নির্ভর পোল্যান্ড দলটিকে কাজে লাগাতে হবে তাদের সুযোগগুলো। লেভান্দোভস্কিকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে দলকে। আরকাদিউস মিলিককেও দেখাতে হবে গোলবারের সামনে ঝলক। রক্ষণে কামিল গ্লিক, ইয়াকব কিভিওরদের পালন করতে হবে গতিশীল ফ্রান্স ফরোয়ার্ডদের রুখে দেওয়ার গুরুদায়িত্ব। ভয়চেখ শেজনিকেও গোলবারের সামনে আরও একবার হতে হবে শক্ত দেয়াল।
সম্ভাব্য লাইন আপ
ফ্রান্স: (৪-২-৩-১) লরিস (গোলরক্ষক), কুন্দে, হার্নান্দেজ, ভারানে, উপমেকানো, চুয়ামেনি, রাবিওট, দেম্বেলে, গ্রিজম্যান, এমবাপে, জিরুদ
পোল্যান্ড: (৪-৪-২) শেজনি (গোলরক্ষক), ক্যাশ, গ্লিক, বেরেশিন্সকি, কিভিওর, ক্রিচোভিয়াক, ফ্রাঙ্কোভস্কি, জিয়েলিন্সকি, বিয়েলিক, মিলিক, লেভানদোভস্কি
প্রেডিকশন
কাগজে কলমে ও শক্তির বিচারে সম্ভাবনার পাল্লা ভারি ফ্রান্সেরই। তবে গ্রুপ পর্বে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারা পোলিশরা চাইবে স্বরূপে ফিরতে। শেষ মুহূর্তেও বদলে যেতে পারে খেলার চিত্র। তবে ফ্রান্সকে চমকে দিতে নিজেদের উজাড় করে দিয়ে খেলতে হবে পোল্যান্ডকে।
সম্ভাব্য স্কোর:
ফ্রান্স ২-০ পোল্যান্ড
অন্যান্য পরিসংখ্যান
১) বিশ্বকাপে ফ্রান্স এবং পোল্যান্ডের মধ্যে এটি দ্বিতীয় লড়াই। এর আগে ১৯৮২ সালের টুর্নামেন্টে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৩-২ গোলের ব্যবধানে জয় পেয়েছিল পোলিশরা।
২) সব প্রতিযোগিতায মিলে দুই দলের মধ্যকার সাতটি ম্যাচে অপরাজিত (৩টি জয় ও ৪টি ড্র) ফ্রান্স। সবশেষ ১৯৮২ সালের আগস্টে একটি প্রীতি ম্যাচে পোল্যান্ডের কাছে ৪-০ গোলে হেরেছিল ফরাসিরা।
৩) ১৯৮৬ সালে শেষ ষোলো পর্যায় চালু হওয়ার পর ফ্রান্স এই দ্বিতীয় রাউন্ডে পাঁচবার উঠেছে। এরমধ্যে দুই জিতে নিয়েছে শিরোপাও। অন্যদিকে ১৯৮৬ সালের পর এবারই প্রথম নকআউট পর্বে উঠেছে পোল্যান্ড।
৪) ভয়েচেক শেজনি বিশ্বকাপ ইতিহাসের তৃতীয় গোলরক্ষক যিনি দুটি পেনাল্টি সেভ করেছেন (টাই-ব্রেকার ছাড়া)। এর আগে আমেরিকার ব্রাড ফ্রেইডেল (২০০২) এবং আরেক পোলিশ গোলরক্ষক ইয়ান তোমাজেস্কি (১৯৭৪) বিশ্বমঞ্চে দুটি পেনাল্টি সেভ করেছিলেন।
Comments