আরেকটি 'মিরাকলের' অপেক্ষায় সন
টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল পর্তুগালকে হারিয়ে এরমধ্যেই একটি মিরাকলের জন্ম দিয়েছে দক্ষিণ কোরিয়া। তবে এখানেই থেমে থাকতে চায় না দলটি। দলের অধিনায়ক সন হিউং-মিন অন্তত আরও একটি মিরাকল ঘটাতে চান এই বিশ্বকাপে। আর এমনটা করতে হলে শিরোপা প্রত্যাশী আরেক দল ব্রাজিলকে হারাতে হবে তাদের।
গতকাল শুক্রবার কাতারের আই রাইয়ান স্টেডিয়ামে পর্তুগালকে ২-১ গোলে হারায় এশিয়ার দল দক্ষিণ কোরিয়া। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে ম্যাচটি ছিল ১-১ গোলের সমতায়। যোগ করা সময়ে সনের বাড়িয়ে দেওয়া বলে জোরালো এক শটে লক্ষ্যভেদ করেন হুয়াং হি-চান। তাতেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যায় এশিয়ান দলটির।
তবে ভাগ্যও সঙ্গ দিয়েছে কোরিয়ানদের। কারণ ঘানার বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতলে নকআউট পর্বে উঠত উরুগুয়ে। অর্থাৎ উরুগুয়ে যদি আরেকটি গোল দিতে পারতো তাহলে পর্তুগিজদের হারিয়েও বিদায় নিতে হতো কোরিয়াকে। আর উরুগুয়ে বেশ কিছু সুযোগও পেয়েছিল, এমনকি পেনাল্টির জোরালো আবেদনও ছিল। কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি ল্যাতিন দলটিকে।
এবার দ্বিতীয় রাউন্ডেও ভাগ্যকে সঙ্গে চাইছেন কোরিয়ান অধিনায়ক সন, 'এটি দারুণ ব্যাপার তবে আমাদের টুর্নামেন্ট শেষ হয়ে যায়নি। আমরা সবসময় শেষ ষোলোতে পৌঁছানোর কথা বলেছি তবে আমাদের এখন আরও উপরে ওঠার চেষ্টা করা উচিত। আশা করছি আমরা আরেকটি অলৌকিক ঘটনা লিখতে পারব।'
আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ১টায় টুর্নামেন্টের ফেভারিট ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ কোরিয়া। স্টেডিয়াম ৯৭৪'য়ে সেলেসাওদের হারাতে পারলে ২০ বছর পর ফের কোয়ার্টার ফাইনালে উঠবে দলটি। ২০০২ সালে নিজেদের মাঠে সেমি-ফাইনাল খেলেছিল তারা, যা বিশ্বকাপে তাদের সর্বোচ্চ সাফল্য।
Comments