সংখ্যায় সংখ্যায় কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব
আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাসের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে সৌদি আরব। টানা দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে জার্মানি। ঘানার বিপক্ষে জিতেও কাঁদতে হয়েছে সুয়ারেজকে। গোল উদযাপন করে লাল কার্ড দেখেন আবুবকর। কাতারে এবার অনেক অপ্রত্যাশিত ঘটনাই ঘটেছে।
তবে অপ্রত্যাশিত ঘটনার কারণেই এবারের বিশ্বকাপকে করেছে আকর্ষণীয়। পরিসংখ্যানও বলছে দারুণ গল্প। গ্রুপ পর্ব শেষে সংখ্যায় সংখ্যায় এক নজরে দেখে নেওয়া বিশ্বকাপের সবশেষ অবস্থান।
১২০: মোট গোল সংখ্যা
১৪: মোট পেনাল্টি
৯: পেনাল্টি থেকে গোলের সংখ্যা
২: আত্মঘাতী গোল
৯: একটি দলের সর্বাধিক গোল (ইংল্যান্ড ও স্পেন)
১১: একটি দলের সর্বাধিক গোল হজম (কোস্টারিকা)
১: একটি দলের সবচেয়ে কম গোল হজম (ব্রাজিল, ক্রোয়েশিয়া, মরক্কো, নেদারল্যান্ডস, তিউনিসিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র)
৩: একজন খেলোয়াড়ের সর্বোচ্চ গোল (কিলিয়ান এমবাপে, কোডি গাকপো, আলভারো মোরাতা, মার্কাস রাশফোর্ড, এনার ভ্যালেন্সিয়া)
৩: একজন খেলোয়াড়ের সর্বোচ অ্যাসিস্ট (হ্যারি কেইন)
২২: ভিএআরে সিদ্ধান্ত পরিবর্তন
৬: ভিএআরে প্রদত্ত পেনাল্টি সংখ্যা
৩: লাল কার্ড
২৪: হলুদ কার্ড
১৪: একটি দলের জন্য সর্বাধিক হলুদ কার্ড (সৌদি আরব)
৮৮,৯৬৬: সর্বোচ্চ উপস্থিতি (আর্জেন্টিনা বনাম মেক্সিকো)
৩৯,০৮৯: সর্বনিম্ন উপস্থিতি (সুইজারল্যান্ড বনাম ক্যামেরুন)
১৮ বছর, ৩ দিন: সবচেয়ে কম বয়সী খেলোয়াড় (ইউসুফা মৌকোকো)
৩৯ বছর, ৯ মাস, ২৩ দিন: সবচেয়ে বয়স্ক খেলোয়াড় (আটিবা হাচিনসন)।
Comments