অস্ট্রেলিয়ার কৌশলের সঙ্গে পোল্যান্ডের মিল দেখছেন দি পল
দেয়ালে পিঠ ঠেকে যাওয়া আর্জেন্টিনা আহত বাঘের মতো হুঙ্কার দিয়ে পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে। পোল্যান্ডকে হারিয়ে লিওনেল মেসিরা জায়গা করে নিয়েছেন শেষ ষোলোতে। কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সকারুদের খেলার ধরনের সঙ্গে পোলিশদের মিল খুঁজে পাচ্ছেন দলটির মিডফিল্ডার রদ্রিগো দি পল।
কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামছে শিরোপাপ্রত্যাশী আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া। আহমেদ বিন আলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত একটায়। দি পলের মতে, পোল্যান্ড ম্যাচের মতোই আরেকটি ম্যাচ খেলতে যাচ্ছে আলবিসেলেস্তেরা।
অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে আতলেতিকো মাদ্রিদ তারকা বলেন, বলের দখল রেখে খেলতে চান তারা, 'অস্ট্রেলিয়া কিভাবে খেলে সেটা বোঝার জন্য আমরা তাদের অনেক ভিডিও দেখেছি। পোল্যান্ড ম্যাচের মতোই হবে খেলাটা। অস্ট্রেলিয়ার উইংয়ে গতিশীল খেলোয়াড় আছে, তবে বলের দখল থাকবে আমাদের কাছেই।'
গত বুধবার রাতে দোহার ৯৭৪ স্টেডিয়ামে বিশ্বকাপের 'সি' গ্রুপের ম্যাচে রবার্ত লেভানদোভস্কিদের ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। এতেই নিশ্চিত হয় দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের পরবর্তী পর্বে যাত্রা। একই দিনে অনুষ্ঠিত 'ডি' গ্রুপের ম্যাচে ডেনমার্কের বিপক্ষে ১-০ গোলে জেতে অস্ট্রেলিয়া। এতে ফ্রান্সের সমান দুটি জয়ে ৬ পয়েন্ট নিয়ে ১৬ বছর পর দ্বিতীয় রাউন্ডে ওঠে অস্ট্রেলিয়া। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তারা হয় গ্রুপ রানার্সআপ।
বল দখলে রাখতে অবশ্য আর্জেন্টিনার মিডফিল্ডার ও ডিফেন্ডারদের বাড়তি ঘাম ঝরাতে হবে বলে মনে করেন দি পল, '(মাঠের সব জায়গা) কভার করা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং, মিডফিল্ডার ও ডিফেন্ডারদের জন্য কাজটা কঠিন হবে। তবে এর ফলে ফরোয়ার্ডরা মুক্তভাবে চারদিকে ছুটে বেড়াতে পারবে।'
Comments