অস্ট্রেলিয়ার বিপক্ষে দি মারিয়াকে পাবে কি আর্জেন্টিনা?

angel di maria

পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের দিনই উরুর পেশিতে ব্যথা অনুভব করেন আনহেল দি মারিয়া, মাঠে থাকতে পারেননি পুরোটা সময়। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নামার আগেও অনুশীলনে পাওয়া যায়নি তাকে। দলের আক্রমণের ভাগের এই তারকাকে গুরুত্বপূর্ণ ম্যাচে পাওয়া নিয়ে সংশয়ে আর্জেন্টিনা। 

শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শেষ ষোলোর লড়াইয়ে অজিদের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। প্রতিপক্ষ থেকে নামেভারে অনেক এগিয়ে থাকা ম্যাচটিতে নিজেদের কাজটা করতে পারলেই পা রাখবে শেষ আটে।

তবে এমন ম্যাচে দলকে চিন্তায় রাখছে দি মারিয়ার চোট। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোচ স্কালোনি জানান, ম্যাচের আগের পরিস্থিতি বুঝে তারা সিদ্ধান্ত নেবেন,  'আমরা পুরো দল নিয়ে অনুশীলন করিনি, মূলত প্রতিপক্ষকে নিয়ে ঘাটাঘাটি করেছি। দি মারিয়া ও বাকি সবার অবস্থা বুঝে সিদ্ধান্ত নেব। যদি সে ফিট থাকে তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে।'

সাবেক পিএসজি ও বর্তমান জুভেন্টাস তারকা দি মারিয়া বিশ্বকাপের আগেও ছিলেন চোট সমস্যায়। চলতি মৌসুমে ক্লাবের হয়ে খেলতে পেরেছেন কেবল ১০ ম্যাচ, বাইরে থেকেছেন ১২ ম্যাচে। বিশ্বকাপে অবশ্য খেলছেন শুরু থেকেই। তবে তাকে ঠিক চেনা ছন্দে খেলতে দেখা যায়নি।

দি মারিয়ার পেশিতে বড় ধরণের আড়ষ্টতা আছে কিনা স্কালোনির কাছে তা জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট জবাব দেননি, 'সে অস্বস্তি অনুভব করছে। আর কিছু আছে কিনা এটা তো নতুন কথা। আপনারা আমার চেয়ে বেশি তথ্য রাখেন।'

Comments

The Daily Star  | English

Injured uprising protesters block Mirpur Road

Injured protesters from last year's mass uprising blocked Mirpur Road demanding medical treatment and rehabilitation

58m ago