দক্ষিণ কোরিয়া বনাম ঘানা: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড
উরুগুয়ের বিপক্ষে সমানতালে লড়েছে দক্ষিণ কোরিয়া। অন্যদিকে পর্তুগালের সঙ্গে ঘানা দেখিয়েছে কতোটা ভয়ংকর হয়ে উঠতে পারে তারা। শেষ বাঁশির আগ পর্যন্ত ক্রিস্তিয়ানো রোনালদোদের বুকে কাঁপন ধরিয়েছে আফ্রিকান দলটি। ফলে কোরিয়ার বিপক্ষেও তারা ছেড়ে কথা বলবে না, এমন আশা করাই যায়। উরুগুয়ের বিপক্ষে গোলশূণ্য ড্র করা সন হিউং-মিনরাও থাকবেন মরণ কামড় দেওয়ার প্রচেষ্টায়।
ম্যাচের ফলাফল জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে কাগজে কলমে দুদলের সামর্থ্য ও সাম্প্রতিক ফর্মের আলোকে ভবিষ্যৎবাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, ফর্মেশনও তুলে ধরা হলো ডেইলি স্টারের পাঠকদের জন্য-
কখন?
সোমবার, ২৮ নভেম্বর, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা
কোথায়?
এডুকেশন সিটি স্টেডিয়াম, আল রাইয়ান
নজরে থাকবেন যারা
আন্দ্রে আয়েউ, ওসমান বুকারিদের দিকে আরও একবার চেয়ে থাকবেন ঘানা ভক্তরা। আরও আছেন আতলেতিক বিলবাওয়ের ইনাকি উইলিয়ামস। মাঝমাঠ ও রক্ষণেও আছেন থমাস পার্টে, ড্যানিয়েল আমার্টের মতো খেলোয়াড়রা। ফলে পর্তুগাল ম্যাচের আক্ষেপ কোরিয়ার বিপক্ষে ঘোচানোর স্বপ্ন দেখতেই পারে ঘানা।
ম্যাচ জিততে হলে গোল করতে হবে কোরিয়াকে। সন, জায় সুং লিদের ফিনিশিংটা করতে হবে ঠিকমতো।
সম্ভাব্য লাইন আপ
ঘানা: (৪-২-৩-১): আতি জিগি (গোলরক্ষক), বাবা, ডিজিকু, আমার্টে, সাইদু, সামেদ, পার্টে, আয়েউ, কুদুস, বুকারি, উইলিয়ামস
দক্ষিণ কোরিয়া: (৪-৩-৩) কিম (গোলরক্ষক), মুন-হোয়ান, মিন জায়ে, ইয়ং-গুওন, জিন-সু, হোয়াং, জুং, না, লি, সন, হোয়াং
প্রেডিকশন
জমজমাট লড়াইয়ের সম্ভাবনা রয়েছে এই ম্যাচে। দুই দলই মরিয়া হয়ে খেলবে প্রথম জয়ের জন্য। তবে গোলবারের দুর্বলতা কাটাতে না পারলে অনেকটাই কমে আসবে কোরিয়ার জয়ের সম্ভাবনা।
সম্ভাব্য স্কোর:
ঘানা ২-১ দক্ষিণ কোরিয়া
অন্যান্য পরিসংখ্যান
১) বিশ্বকাপে এবার প্রথম মুখোমুখি হতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া ও ঘানা। এর আগে দুই দলের সাতটি লড়াইয়ে ৪টি জিতেছে ঘানা ও তিনটি দক্ষিণ কোরিয়া।
২) বিশ্বকাপে আফ্রিকান প্রতিপক্ষের সঙ্গে তিনবার মুখোমুখি হয়েছে দক্ষিণ কোরিয়া। ২০০৬ সালে তারা টোগোকে হারায়, ২০১০ সালে নাইজেরিয়ার সঙ্গে ড্র করে এবং ২০১৪ সালে আলজেরিয়ার কাছে হেরে যায় দলটি।
৩) এশিয়ান প্রতিপক্ষের (এএফসির অধীনে) সঙ্গে ২০১০ সালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় ঘানা। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
৪) ঘানা তাদের শেষ পাঁচটি বিশ্বকাপ ম্যাচে জয়হীন (দুইটি ড্র ও তিনটি হার)।
৫) এ ম্যাচে হারলে বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো টানা তিনটি ম্যাচে হারবে দক্ষিণ কোরিয়া।
Comments