নেইমারকে ফাউল করা বন্ধ করতে বললেন তিতে

গ্রুপ পর্ব থেকে তো ছিটকে গিয়েছেনই, এখন প্রশ্ন শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলতে পারবেন তো নেইমার। এ নিয়ে ব্রাজিলিয়ান সমর্থকদের উদ্বেগের শেষ নেই। কারণ তাকে ঘিরেই হেক্সার স্বপ্নে বিভোর ছিল ব্রাজিলিয়ানরা। নেইমার আবারও বিশ্বকাপে খেলবেন বলেই বিশ্বাস করেন দলটির প্রধান কোচ তিতে। তবে ফুটবলের স্বার্থেই নেইমারকে ফাউল করা বন্ধ করতেও বলেন তিনি।

গত বৃহস্পতিবার রাতে 'জি' গ্রুপের ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের ম্যাচে চোটে পড়েন নেইমার। ম্যাচের ৭৯তম মিনিটে গোড়ালির চোটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। অবশ্য আঘাত পেয়েছিলেন আরও ১২ মিনিট আগে। বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারের কড়া চ্যালেঞ্জে লুটিয়ে পড়ার পরও প্রাথমিক চিকিৎসা নিয়ে মাঠে ছিলেন। কিন্তু পরে আর পেরে ওঠেননি।

লুসাইল স্টেডিয়ামে সে ম্যাচে সার্বিয়ার করা ১২টি ফাউলের নয়টিই করা হয় নেইমারকে। যা এবারের বিশ্বকাপে একজন খেলোয়াড়ের বিপক্ষে সর্বোচ্চ। শুধু তাই নয় ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত মোট ৫৩ বার ফাউল করা হয়েছে। যা সমসাময়িক খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ। বিশ্বকাপে তারচেয়ে বেশি ফাউল করা হয়েছে কেবল আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনাকে।

সত্যিকারের ফুটবল উপভোগ করতে হলে নেইমারকে ফাউল করা বন্ধ করতে বললেন তিতে, 'আপনি যদি ফুটবল উদযাপন করতে চান তাহলে আপনাকে ফাউলের দিকে মনোযোগ দিতে হবে। তারা নির্দিষ্ট খেলোয়াড়দের উপর ফোকাস করছে। এটাতেই প্রভাব পড়ছে। এটা বন্ধ করতে হবে।'

নেইমারের চোটের শেষ খবর জানতে চাইলে এ কোচ আরও বলেন, 'তার (নেইমার) সঙ্গে অনেক কথোপকথন হয়েছে এবং সার্বিয়ার বিপক্ষে খেলার পর সকাল ৬টা পর্যন্ত ও মেডিকেল টিমের সাথে কাজ করছিল। তারা যে কাজ করছে তা সবার কাছে প্রশংসিত। এই ধরনের একটি মুহূর্তে, টিম স্পিরিট গুরুত্বপূর্ণ। আমাদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করতে হবে।'

শেষ পর্যন্ত বিশ্বকাপে নেইমার খেলবেন বলেই বিশ্বাস করেন তিতে, 'আমি বিশ্বাস করি নেইমার এবং দানিলো বিশ্বকাপে খেলবেন। আমি এ (চিকিৎসার তথ্য) সম্পর্কে কথা বলার অবস্থানে নেই। আমি শুধু বলতে পারি যে, শুধু নেইমারের বিষয়েই নয়, দানিলোর বিষয়েও। তবে আমরা বিশ্বাস করি যে দুজনই বিশ্বকাপে খেলতে পারবেন।'

উল্লেখ্য, ঘরের মাঠে ২০১৪ সালে নেইমারের বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল কোয়ার্টার ফাইনালে। কলম্বিয়ার হুয়ান জুনিগার বিপজ্জনক ফাউলে মেরুদণ্ডে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। ফলে ছিটকে গিয়েছিলেন আসর থেকে।

Comments

The Daily Star  | English

You have crushed fascism, now strengthen democracy and press freedom

The Daily Star Editor Mahfuz Anam's appeal to the ‘new generation leaders’

10h ago