‘ভয়ঙ্কর’ ম্যাচ জিতে গর্বিত ও রোমাঞ্চিত আর্জেন্টিনা কোচ

lionel scaloni

মেক্সিকোর বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে জেতার পর ভীষণ স্বস্তিতে আর্জেন্টিনা দল। পরের রাউন্ডে যাওয়ার আশা ভালোভাবে জিইয়ে রেখে রীতিমতো উড়ছেও তারা। কোচ লিওনেল স্কালোনি 'ভয়ঙ্কর কঠিন' হিসেবে এই ম্যাচকে আখ্যা দিয়েছেন। আর তাই এই লড়াই জেতায় খেলোয়াড়দের নিয়ে রোমাঞ্চিত ও গর্বিত তিনি।

শনিবার কাতারের লুসাইল স্টেডিয়ামে মেক্সিকোকে ২-০ গোলে হারার আর্জেন্টিনা। প্রথমার্ধে দলের এলোমেলো অবস্থায় তৈরি হয়েছিল আতঙ্ক। ড্র করলেও বিদায় অনেকটা নিশ্চিত হয়ে যেত আলবিসেলেস্তাদের। শেষ পর্যন্ত পা না হড়কানোয় বড় ভূমিকা দলের সেরা তারকা লিওনেল মেসির। নিজে দারুণ গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর এনসো ফার্নান্দেজের গোলের সূত্রপাতও তার করে দেওয়া।

'সি' গ্রুপের লড়াইতে সৌদি আরবের সঙ্গে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল আর্জেন্টিনা। পরের পর্বে যাওয়ার ভিত নড়ে গিয়েছিল তাদের। সমালোচনায় বিদ্ধ হচ্ছিলেন কোচ ও খেলোয়াড়রা।

মেক্সিকোর বিপক্ষে ম্যাচটা নিয়ে তার উত্তাপ উঠেছিল চূড়ায়। শেষ পর্যন্ত তীব্র চাপ সয়ে ম্যাচটা নিজেদের করতে পারায় খেলোয়াড়দের নিয়ে গর্ব হচ্ছে তার,  'তারা খেলোয়াড়রা দারুণ খেলেছে। সবচেয়ে বড় কথা হলো সব কিছু নিংড়ে তারা জাতীয় দলের জার্সিকে প্রতিনিধিত্ব করেছে।'

'যদি বলেন কে কেমন খেলেছে, তবে আমি তাদেরকে সর্বোচ্চ মার্কসই দিব। কারণ তারা একটি দারুণ প্রতিপক্ষের বিপক্ষে ভয়ঙ্কর কঠিন লড়াইয়ের মধ্যে পড়েছিল। ম্যাচটি একদম সহজ ছিল না। তারা যেমন খেলেছে তাতে আমি রোমাঞ্চিত ও গর্বিত।'

Comments

The Daily Star  | English

You have crushed fascism, now strengthen democracy and press freedom

The Daily Star Editor Mahfuz Anam's appeal to the ‘new generation leaders’

12h ago