২৮ বছরের মধ্যে সর্বোচ্চ উপস্থিতি আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচে

মেক্সিকোর বিপক্ষে হারলেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যেত আর্জেন্টিনার। ড্র করলে কাগজে কলমে টিকে থাকলেও আদতে নকআউট পর্বের সম্ভাবনা খুব একটা থাকতো না। এমন ম্যাচের প্রতি তুমুল আগ্রহ ছিল আর্জেন্টিনা হতে শুরু করে প্রায় সব ফুটবল ভক্তদের। যা গত ২৮ বছরের রেকর্ডই ছাড়িয়েছে।

শনিবার রাতে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি ছিল লুসাইল স্টেডিয়ামে। কাতারের স্টেডিয়ামগুলোর মধ্যে সর্বোচ্চ ধারণ ক্ষমতা ছিল এখানেই। স্বাভাবিকভাবে ৮০ হাজার দর্শক বসার জায়গা ছিল। কিন্তু সেখানে এদিন মাঠে উপস্থিত ছিলেন ৮৮ হাজার ৯৬৬ জন।

সাম্প্রতিক সময়ে এই পরিমাণ উপস্থিতি নেই বিশ্বকাপের কোনো ম্যাচেই। সবশেষ ১৯৯৪ সালে ক্যালিফোর্নিয়ার পাসাডেনায় অবস্থিত রোজবোল স্টেডিয়ামে ইতালি ও ব্রাজিলের মধ্যকার ম্যাচ দেখতে উপস্থিত ছিল ৯১ হাজার ১৯৪ জন। ২৮ বছর ফের লুসাইলে এমন দর্শক দেখল বিশ্ব।

তবে বিশ্বকাপের সর্বোচ্চ উপস্থিতির রেকর্ডে অনেক পিছিয়ে আছে আর্জেন্টিনা-মেক্সিকোর এই ম্যাচ। এমনকি নেই সেরা ৩০টি স্থানেও। কারণ ১৯৫০ সালে ব্রাজিল ও উরুগুয়ের অলিখিত ফাইনাল দেখতে মাঠে উপস্থিত ছিলেন ১ লাখ ৭৩ হাজার ৮৫০ জন দর্শক। আন অফিশিয়ালি সংখ্যাটা আরও বড়। প্রায় দুই লাখ।

Comments

The Daily Star  | English

You have crushed fascism, now strengthen democracy and press freedom

The Daily Star Editor Mahfuz Anam's appeal to the ‘new generation leaders’

12h ago