সিরিজ জেতার মিশনে ফিল্ডিং নিল বাংলাদেশ, একাদশে মিরাজ
চলতি বছর যতগুলো ম্যাচ খেলেছে ইংল্যান্ড দল, কোন ম্যাচেই তারা টস জিততে পারেনি। বাংলাদেশে এসেও দুর্ভাগ্যের ধারা অব্যাহত রইল। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস ভাগ্য পক্ষে পেলেন সাকিব আল হাসান। এবারও আগে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছেন তিনি।
প্রথম ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে যাওয়া বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে একাদশে একটাই বদল এনেছে। রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শামীম হোসেন পাটোয়ারির বদলে একাদশে এসেছেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডও একাদশে একটা বদল এনেছে। পেসার মার্ক উডের জায়গায় অভিষেক হয়েছে লেগ স্পিনার রেহান আহমেদের। এতে করে ইংল্যান্ডের হয়ে সব সংস্করণেই সবচেয়ে কম বয়েসী হিসেবে অভিষেকের রেকর্ড গড়লেন তিনি।
চট্টগ্রামে প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ১৫৬ রানে আটকে রেখে ২ ওভার আগে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। সেদিনের পেস আক্রমণকে ধরে রেখেছেন সাকিবরা। তিন পেসারের সঙ্গে আগের ম্যাচে ছিলেন দুই স্পিনার। এবার স্পিন শক্তি একটু বাড়ানো হয়েছে। দুই বাঁহাতি স্পিনার সাকিব ও নাসুম আহমেদের সঙ্গে অফ স্পিনার মিরাজ তৈরি করবেন বৈচিত্র্য।
চোটের কারণে ১৩ জনের স্কোয়াডে পরিণত হওয়া ইংল্যান্ড ভুগছে ব্যাটার ঘাটতিতে। গত ম্যাচও একজন ব্যাটার কম নিয়ে খেলেছিল তারা, উপায় না দেখে এবারও সেই পথেই যেতে হয়েছে। পেসার মার্ক উডকে বসিয়ে রেহানকে নামিয়ে স্পিন শক্তি বাড়িয়েছে তারা।
বাংলাদেশের একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ।
ইংল্যান্ডের একাদশ: জস বাটলার, ফিল সল্ট, ডাভিড মালান, বেন ডাকেট, মঈন আলি, স্যাম কারান, ক্রিস জর্ডান, ক্রিস ওকস, রেহান আহমদ, আদিল রশিদ, জোফরা আর্চার।
Comments