ব্রাজিল এখনও ভারসাম্য খুঁজে পায়নি, বললেন কোচ
অবশেষে শুরু হতে যাচ্ছে ব্রাজিলের কোপা আমেরিকার মিশন। টুর্নামেন্টের বাকি সব দলগুলো প্রায় সবাই মাঠে নামলেও নামা হয়নি সেলেসাওদের। কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামছে দলটি। এই ম্যাচে কেমন হবে ব্রাজিলের একাদশ। এ নিয়ে আগ্রহের শেষ নেই। তবে দলটি এখনও ভারসাম্য খুঁজে পায়নি বলে জানিয়েছেন কোচ দরিভাল জুনিয়র। তবে টুর্নামেন্ট শুরু হলে ধীর ধীরে নিজেদের গুছিয়ে ফেলতে পারবেন বলে প্রত্যয়ী এই কোচ।
২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে সংগ্রাম করতে থাকায় মাঝপথে সেলেসাওদের দায়িত্ব দেওয়া হয় দরিভালকে। সময় কম পাওয়ায় এখনও দলটি ভারসাম্য পায়নি জানিয়ে এই কোচ বললেন, 'আমাদের একটি ভারসাম্য, একটি নিয়মিততা খুঁজে বের করতে হবে। মাত্র তিন মাস আগে গড়া একটি দল, যেখানে ছেলেরা ১৫ বা ২০ দিন কাজের পর চলে যায়, তাদের মধ্য থেকে আমাদের একটা ভারসাম্য বের করে নিতে হবে।'
'ফুটবলে অনুশীলনে প্রস্তুতি পর্ব কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না। আর সে কারণেই আমরা ওদের প্রত্যেককে ধারাবাহিক করার চেষ্টা করি। একটি আত্মবিশ্বাসী দল সুযোগ তৈরি করার জন্য খেলোয়াড়দের স্বতন্ত্রতা কাজে লাগাতে পারে,' যোগ করেন এই ব্রাজিলিয়ান কোচ।
নতুন কোচের অধীনে চারটি প্রীতি ম্যাচে ইংল্যান্ড ও মেক্সিকোর বিপক্ষে জয় তুলে নিয়েছে ব্রাজিল। এছাড়া স্পেন ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ড্র করে অপরাজিত রয়েছে তারা। তবে দল হিসেবে এখনও জ্বলে উঠতে পারেনি করতে পারেনি। রক্ষণভাগে সমস্যার পাশাপাশি এবং মিডফিল্ডে নিয়ন্ত্রণের অভাব দেখা গিয়েছে প্রকটভাবে। তবে রিয়াল মাদ্রিদ জুটি ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো এবং বার্সেলোনার রাফিনহার মতো আক্রমণাত্মক প্রতিভা রয়েছে দলটিতে।
থিয়াগো সিলভা, গ্যাব্রিয়েল জেসুসদের মতো বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড়দের বাদ দিয়ে অনেক তরুণদের নিয়ে স্কোয়াড গঠন করেছেন দরিভাল। আর সেই দলে আস্থা রয়েছে কোচের, 'তারা (তরুণরা) লড়াই করতে প্রস্তুত, তারা ব্রাজিল এবং বিশ্ব ফুটবলে দুর্দান্ত দলে খেলে চলেছে। তাই আমি আশা করি আমাদের একটি ভালো টুর্নামেন্ট হবে।'
একদিকে প্রথম একাদশে ১৭ বছর বয়সী ফরোয়ার্ড এন্দ্রিকের থাকার গুঞ্জন রয়েছে। তবে সেই গুঞ্জন কিছুটা হলেও উড়িয়ে দিয়েছেন দরিভাল, 'পিচে ভারসাম্য না থাকলে, আমাদের একধাপ পিছিয়ে যেতে হবে। সে (এন্দ্রিক) এটা সম্পর্কে সচেতন এবং শান্ত। এটি (এন্দ্রিকের শুরুর একাদশে থাকা) বেশি দিন দেরি নাও হতে পারে, কারণ সে অত্যন্ত দক্ষ খেলোয়াড়।'
শুরুর একাদশ নিয়ে এই কোচ বলেন, 'শুরুর একাদশে এদের মিলিতাও ও গিলের্মো আরানা থাকবে। যদি প্রয়োজন হয়, প্রতি ম্যাচে একটি বা দুটি পরিবর্তন আসতে পারে। সব খেলোয়াড়ই তৈরি, ওদের কাউকে নিয়েই আমাদের প্রত্যাশা কম নয়। আমরা যে কোনো পরিস্থিতির জন্য তৈরি।'
ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামীকাল সকালে কোপা আমেরিকার 'ডি' গ্রুপের ম্যাচে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। এছাড়াও এই গ্রুপে রয়েছে কলম্বিয়া এবং প্যারাগুয়ে।
Comments