ইতিহাসের সবচেয়ে দামি জার্সি পেয়ে সম্মানিত রদ্রিগো

নিজেদের প্রমাণ করতে এবার কোপা আমেরিকা জিততে চান এই রিয়াল মাদ্রিদ তারকা

পেলে, জিকো, রোনালদিনহো, রিভালদো হতে শুরু করে হালের নেইমার পর্যন্ত। ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে খেলেছেন এই সকল তারকা খেলোয়াড়রা। সেই সকল তারকা খেলোয়াড়দের পাশে নাম লিখিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগো। সম্প্রতি সেই পৌরাণিক ১০ নম্বর জার্সি উঠেছে তার গায়ে।

ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার সকালে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। এই ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ব্রাজিলের এই কোপা আমেরিকার মিশন। এই মিশনের নামার আগে পূর্ণোদ্দমে অনুশীলন চালিয়ে যাচ্ছে দলটি।

১০ নম্বর জার্সি পরা নিয়ে রদ্রিগো বলেন, 'ফুটবলের ইতিহাসের সবচেয়ে দামি জার্সিটি পরা সম্মানের। আমি জানি এটা বিশাল দায়িত্ব এবং আমি এটা গ্রহণ করেছি। আমি জানি যে প্রতিদিন আমাকে আরও ভালো হতে হবে, সারা বিশ্বের চোখ এই জার্সিতে থাকবে। আমি ভালো কাজ চালিয়ে যেতে এবং এই জার্সির সম্মান রাখতে প্রস্তুতি নিচ্ছি।'

২০১৯ সালের পর থেকে ব্রাজিল দল কোনো শিরোপা জিততে পারেনি। অথচ এ সময়ে অনেক তারকা খেলোয়াড়ই খেলেছেন দলটিতে। তবে এবার দলীয় প্রচেষ্টায় তারা সফল হবেন বলে বিশ্বাস করেন এই তরুণ, 'আমরা লকার রুমে যেমন বলি, আমরা দায়িত্ব ভাগ করে নিতে যাচ্ছি। দলটি যাতে শক্তিশালী থেকে আরও শক্তিশালী হয় সেজন্য সবাই নিজেদের ভূমিকা পালন করবে। শুধুমাত্র এভাবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি।'

নিজেদের প্রমাণ করতেই এই শিরোপা জিততে চান রদ্রিগো, 'এই শিরোপা জয় এই প্রজন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা সবে শুরু হচ্ছে। আমরা এমন একটি প্রজন্ম যেখানে খুব উঁচু মানের খেলোয়াড় রয়েছে, তবে আমরা কোনো শিরোপা জিততে পারিনি, আমাদের নিজেদের গুণমান প্রমাণ করতে হবে।'

'আমরা একটি বিশেষ জায়গায় রয়েছি এবং আমরা যা কিছু ভালো করছি তা চালিয়ে যেতে হবে। যে জিনিসগুলি এখনও সামঞ্জস্য করা দরকার তার উন্নতি করতে হবে । এই শিরোপা জয়ের জন্য আমাদের কাছে সবকিছু রয়েছে,' যোগ করেন এই রিয়াল তারকা।

২০১৯ সালের নভেম্বরে জাতীয় দলে অভিষেক হয় রদ্রিগো। সৌদি আরবে আর্জেন্টিনার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন। এরপর ব্রাজিলের জার্সি গায়ে ৪৯টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে গোল দিয়েছেন ১৭টি।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

15m ago