বিপিএলে ম্যাচপ্রতি প্রায় আড়াই লাখ টাকা পাচ্ছেন সৈকত

আইসিসির এলিট প্যানেলে থাকা একমাত্র বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তাই চলমান বিপিএলে অন্য আম্পায়ারদের তুলনায় তার পারিশ্রমিক অনেক বেশি।

শুক্রবার দ্য ডেইলি স্টারকে বিসিবির আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার আহমেদ মিঠু বলেছেন, সৈকতকে বিপিএলের প্রতি ম্যাচে ২০০০ ডলার দেওয়া হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় যা ২ লাখ ৪৩ হাজার টাকার কিছু বেশি। আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ারকে সম্মান জানাতে বিসিবি এই পরিমাণ পারিশ্রমিক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে ২০২৫ বিপিএলের চট্টগ্রাম পর্ব। চিটাগং কিংস ও খুলনা টাইগার্সের ম্যাচে দায়িত্ব পালনের মাধ্যমে আসর শুরু করেছেন সৈকত। এবার মোট ছয়টি ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে তাকে দেখা যাবে।

সৈকত অবশ্য বিপিএলের প্লে-অফ বা ফাইনালে আম্পায়ার হিসেবে থাকতে পারবেন না। কারণ চলতি মাসের শেষদিকে ইংল্যান্ডের ভারত সফরে তাকে ম্যাচ পরিচালনা করতে হবে।

গত বছরের মার্চে আইসিসির এলিট প্যানেলে আম্পায়ার হিসেবে নাম লেখান সৈকত। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বার্ষিক মূল্যায়ন ও নির্বাচন প্রক্রিয়ায় তাকে অন্তর্ভুক্ত করা হয়। বিপিএলের ইতিহাসে দায়িত্ব পালন করা প্রথম এলিট প্যানেলে আম্পায়ার তিনি।

চলতি বিপিএলে আম্পায়ারদের পারিশ্রমিক বাড়ানো হয়েছে। স্থানীয়রা ৩৫ হাজার টাকার পরিবর্তে ম্যাচপ্রতি পাচ্ছেন ৫০ হাজার টাকা। আর আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলে থাকা আম্পায়ারদের প্রতি ম্যাচের পারশ্রমিক ৫০০ ডলার থেকে ৬০০ ডলারে উন্নীত করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

2h ago