প্রাইজমানির ১ কোটি টাকা উপহার পেলেন মাশরাফিরা

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল খেলতে পেরেছে সিলেটের কোনো ফ্র্যাঞ্চাইজি। যদিও ফাইনালে এসে হেরে যায় দলটি। কিন্তু তারপরও দলের খেলোয়াড় ও কোচদের উপর দারুণ সন্তুষ্ট সিলেট স্ট্রাইকার্স কর্তৃপক্ষ। তাই প্রাইজমানির এক কোটি টাকার পুরোটাই ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টকে উপহার দিচ্ছে তারা।

শুক্রবার বিকেলে এক বিবৃতিতে সিলেট কর্তৃপক্ষ জানায়, 'বিপিএল ২০২৩ রানার্সআপের পুরস্কার এক কোটি টাকা খেলোয়াড় ও ম্যানেজমেন্টের মধ্যে বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে সিলেট স্ট্রাইকার্স মালিকরা।'

টুর্নামেন্টের সিলেট পর্বের সময়ই দলের মধ্যে এই ঘোষণা দেন সিলেটের মালিকপক্ষ। দল চ্যাম্পিয়ন কিংবা রানার্স আপ যাই হোক না কেন প্রাইজমানির অর্থ দলকেই দিয়ে দেওয়ার কথা তখনই জানিয়েছিলেন তারা।

বর্তমান ফ্র্যাঞ্চাইজির অধীনে বিপিএলে এটিই প্রথম আসর সিলেট স্ট্রাইকার্স মালিকদের। নতুন নামে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অধীনে এবার শুরু থেকেই দারুণ খেলে দলটি। যদিও আহামরি তেমন শক্তিশালী দল গড়তে পারেনি তারা। তারপরও অসাধারণ খেলে পৌঁছে যায় ফাইনালে। তবে সেখানে শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হারে তারা।

বিপিএলে এবার চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ছিল দুই কোটি টাকা, আর রানার্সআপ দলের এক কোটি টাকা।

Comments

The Daily Star  | English

Please don't resign: An appeal to Prof Yunus

A captain cannot abandon ship, especially when the sea is turbulent

11h ago